আকাশ ছুঁতে চাই ১০৩
আকাশ ছুঁতে চাই ১০৩
১. এসএমই মেলায় নারী উদ্যোক্তাদের কথা
২. চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং
৩. গান : শিল্পী ফে ওয়াং
৪. ঐতিহ্যকে নতুন আঙ্গিকে ফিরিয়ে এনেছেন যে নারী
৫. চীনা ভাষাকে বিদেশিদের কাছে পৌঁছে দিচ্ছেন হাও খাই লি
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।
এসএমই মেলায় নারী উদ্যোক্তাদের কথা
৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ১০ তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২২। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শতভাগ দেশী পণ্যের এই মেলা শেষ হয় শনিবার। মেলা প্রাঙ্গন ঘুরে এসে নারী উদ্যোক্তাদের কথা
জানাচ্ছেন চীন আন্তর্জাতিক বেতারের প্রতিবেদক রওজায়ে জাবিদা ঐশী।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং প্রচার ও প্রসারের লক্ষে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশন দশম বারের মতো আয়োজন করে এসএমই পণ্যমেলার।
সায়েদা সুলতানা মিলি। আর্ট এন্ড ক্রাফট নিয়ে কাজ করা এই উদ্যোক্তার উদ্যোগের নাম দয়িতা। তিনি অংশ নিয়েছেন এই মেলায়। তার ব্যবসা, পথচলা, প্রতিবন্ধকতা ও সফলতাসহ নানা বিষয় নিয়ে কথা হয় চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে।
দেশীয় পণ্য নিয়ে কাজ করা আরেক উদ্যোক্তা রুকাইয়া নাজরিন তাহরা।
আমাদের সঙ্গে আরো কথা হয় পাটজাত পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা ইশরাত জাহান চৌধুরীর। যিনি নানা চড়াই উতরাই পার হয়ে এগিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের পথে। এরই মধ্যে নিজেকে তুলে ধরেছেন সফল নারী হিসেবে ।
এবারের মেলায় ছোট বড় ৩২৫টি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় এসব প্রতিষ্ঠান চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, মৃৎশিল্প, সিরামিক ও হোমমেড খাবারসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়। গত ১০ বছর ধরে ঘটা করেই আয়োজন করা হয়ে থাকে এই মেলার। এবারো তার ব্যত্যয় ঘটেনি।
এদিকে, দেশীয় পণ্যের বাজারকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে বলে জানান এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ আলম।
গত ২৪ নভেম্বর ১০ দিনব্যাপী এ মেলা শুরু হয়ে চলে ৩ ডিসেম্বর পর্যন্ত।
চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং
চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং। যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন পাইলট হওয়ার। স্বপ্নকে বাস্তবে রুপ দিতে কাজ করার সুযোগ হয় ফাইটার পাইলট হিসেবে। এরপর ২০১০ সালে মহাকাশচারী কর্পসে যোগদান করেন এই নারী। ২০১২ সালের ১৬ জুন নভোযান শেনচৌ-৯ প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে পাড়ি জমান তিনি। এরপর চীনের নিজস্ব মহাকাশ স্টেশন থিয়ানকুং নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে গত ৫ জুন শেনচৌ-১৪ করে মহাকাশে যাত্রা করেন এই নারী মহাকাশচারী। মিশন সফল করে রোববার পৃথিবীতে ফিরছেন লিউ। এই নারী মহাকাশচারীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম।
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন থিয়ানকুং নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনে গত ৫ জুন যাত্রা করেছিল শেনচৌ ১৪। ছয় মাস মহাকাশে কাটিয়ে মিশন পুরোপুরি সফল করার পর পৃথিবীতে ফিরেছেন চীনের শেনচৌ