বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ১০২

CMGPublished: 2022-12-01 17:23:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কোভিড প্যানডেমিকের বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছাসেবক হুয়া দিনে ১২ থেকে ১৫ ঘন্টাও শ্রম দিয়েছেন। তার বাবা মা মেয়ের জন্য চিন্তিত হলেও তার এই সাহস ও সমাজসেবামূলক কর্মকান্ডকে সমর্থন করেন। তার শিক্ষার্থীরা তাকে আইডল বলে মনে করে। এভাবেই অসখ্য মানুষের প্রেরণা হয়ে উঠেছেন হুয়া ইয়ুছেন।

চীনা-কিউবান শিল্পীর একক প্রদর্শনী চলছে সাংহাইতে

সমাজতান্ত্রিক দেশ হিসেবে চীন ও কিউবার মধ্যে রয়েছে ঘনিষ্ট যোগাযোগ এবং বন্ধুত্ব। চীনা ও কিউবান বাবা মায়ের সন্তান ফ্লোরা ফং। তিনি একজন প্রখ্যাত শিল্পী। ফ্লোরা ফংয়ের মাসব্যাপী একক চিত্র প্রদর্শনী চলছে বেইজিংয়ে। বিস্তারিত জানাচ্ছেন রওজায়ে জাবিদা ঐশী

মাস্কড ট্রপিক্যাল লেডি শিরোনামে কিউবান নারীশিল্পী ফ্লোরা ফং-এর মাসব্যাপী একক প্রদর্শনী চলছে সাংহাই এক্সস্পেস-এ। গত সপ্তাহে এর উদ্বোধন হয়।

ফং একজন বিখ্যাত কিউবান চিত্রশিল্পী এবং চীনা বংশোদ্ভূত ভাস্কর। তিনি ১৯৪৯ সালে কিউবার কামাগুতে একজন চীনা বাবা এবং কিউবান মায়ের সংসারে জন্মগ্রহণ করেন। কয়েক বছর ধরে, তার কাজগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, ইতালি এবং ফ্রান্স সহ অসংখ্য দেশে প্রদর্শিত হয়েছে। ফং চীন ও কিউবার মধ্যে সাংস্কৃতিক বিনিময়েও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

চীনে কিউবার প্রজাতন্ত্রের দূতাবাস ও সাংহাইতে কিউবার কনস্যুলেট জেনারেলের যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীর লক্ষ্য দুই দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা।

এই বছর কিউবায় চীনাদের প্রথম গোষ্ঠীর আগমনের ১৭৫ তম বার্ষিকী পালিত হচ্ছে। সেই থেকে, কিউবান বিদেশী চীনারা চীন ও কিউবার মধ্যে বন্ধুত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এ বছর চীন ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬২তম বার্ষিকীও উদযাপিত হচ্ছে।

কিউবা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ ল্যাটিন আমেরিকান অংশীদার।

বিশ্বকাপে নারী রেফারি

বিশ্বকাপের উন্মাদনা এখন বিভিন্ন দেশে। এই বিশ্বকাপে প্রথমবারের মতো কয়েকজন নারী রেফারির দায়িত্ব পালন করছেন। চলুন শোনা যাক এই অগ্রণী নারীদের কথা। বলছেন তানজিদ বসুনিয়া।

ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট মঙ্গলবার ফুটবলের ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেন। তিনি মেক্সিকো এবং পোল্যান্ডের মধ্যে খেলায় চতুর্থ কর্মকর্তা হিসেবে মাঠে নেমেছিলেন।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn