বাংলা

আকাশ ছুঁতে চাই ১০১

cmgPublished: 2022-11-24 16:27:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের নতুন প্রজন্মের অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাতা হান লে।

২০১৯ সালে তার নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নেজা : বার্থ অব দ্যা ডেমন চাইল্ড’ চীনজুড়ে বেশ জনপ্রিয়তা পায়। চলচ্চিত্রটি বক্স অফিসে আয় করে নেয় ৪৪ কোটি ইউয়ান আরএমবি। এই সিনেমাটি নির্মিত হয় চীনের প্রাচীন কল্পকাহিনীকে ভিত্তি করে।

২৬ বছর বয়সী সিপিসি’র সদস্য হান লে বলেন, চলচ্চিত্রটি প্রকাশিত হওয়ার প্রথম সপ্তাহে একদমই হিট করেনি বক্স অফিস। এতে বেশ হতাশ হয়ে পড়েছিলেন তারা। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে আয় বাড়তে থাকে তাদের, যা আশার সঞ্চার করে সবার মাঝে।

চলচ্চিত্র তৈরীতে ভীষণ আগ্রহী হান লে। তাইতো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরপরই যোগ দেন এই চলচ্চিত্র কোম্পানিতে।

হান লে’র টিমে রয়েছেন কয়েকজন দক্ষ সহকর্মী যাদের হাতের স্পর্শে অনন্য মাত্রা পায় একেকটি অ্যানিমেটেড সিনেমা।

চলচ্চিত্র নির্মাণ খুব একটা সহজ কাজ নয়। একটি অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরী করতে সময় লেগে যায় প্রায় চার বছর। আর ব্যাপক ব্যস্ততার মধ্যে সময় কাটে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার। তিনি বলেন,

‘সিনেমা নির্মাণ করতে ভীষণ পছন্দ করি আমি। কারণ একেকটি সিনেমায় তুলে ধরা হয় বহু বছরের প্রাচীন ইতিহাস। আমরা আরও কিছু জনপ্রিয় চলচ্চিত্র তৈরীর চেষ্টা করছি’

বাংলাদেশের দশ কৃতী নারীর অনন্যা শীর্ষদশ লাভ

সমাজে বিভিন্ন অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ১০ কৃতি নারীকে 'অনন্যা শীর্ষ দশ সম্মাননা ২০২১' দিয়েছে দেশের অন্যতম প্রধান নারী বিষয়ক ম্যাগাজিন পাক্ষিক অনন্যা।

এবার ১০ অর্থনীতিবিদ, করপোরেট ব্যক্তিত্ব, মঞ্চাভিনেতা ও নির্দেশক, অদম্য সাহসী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, আলোকচিত্রশিল্পী, মার্শাল আর্ট প্রশিক্ষক, নারী উদ্যোক্তা ও ফিফা রেফারি পেয়েছেন এ সম্মাননা। এ বছর ‘অনন্যা শীর্ষদশ ২০২১’ সম্মাননা পেয়ে এই তালিকায় যুক্ত হলেন নাজনীন আহমেদ (অর্থনীতিবিদ), বিটপী দাশ চৌধুরী (করপোরেট ব্যক্তিত্ব), ত্রপা মজুমদার (মঞ্চাভিনেতা ও নির্দেশক), শাহিনুর আক্তার (অদম্য সাহসী), সালমা সুলতানা (বিজ্ঞানী), রুদমীলা নওশীন (প্রযুক্তিবিদ), শাহরিয়ার ফারজানা (আলোকচিত্রশিল্পী), সান্ত্বনা রানী রায় (মার্শাল আর্ট প্রশিক্ষক), মোছা. ইছমত আরা (নারী উদ্যোক্তা) ও জয়া চাকমা (প্রথম ফিফা রেফারি)।এই কৃতী নারীরা বহুদিন ধরে বাংলাদেশের সমাজে তাদের বিশেষ অবদান রেখে চলেছেন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম।

এক মা একাই লিবিয়া থেকে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বের করে এনেছেন। আরেক সংগ্রামী নারী ‘পরচুলা’ বানিয়ে হাজারও নারীর জনপ্রতিনিধি হয়েছেন; কেউ বা অর্থনীতি-বিজ্ঞানে অবদান রাখছেন।

সমাজের নানা ক্ষেত্রে এমন অনন্য সব অবদান ও দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি দিতে ১০ কৃতি নারীকে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২১’ দিয়েছে নারীবিষয়ক ম্যাগাজিন পাক্ষিক অনন্যা।

গেল শনিবার বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কৃতিমান এসব নারীদের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, “বিভিন্ন বাধা, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতাকে পেরিয়ে এগিয়ে যাওয়ার যে অদম্য স্পৃহা সেটা তাদের এই সফলতার মূলে সবচেয়ে বেশি কাজ করেছে।

“বাংলাদেশে নারী শক্তি অনেক দূর এগিয়ে যাবে সেটাই দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেননা আমরা তার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চারপাশে দেখতে পাচ্ছি।"

তাসমিমা হোসেন বলেন, নারীরা নিজের ঘরে নিজের কাজ করে আয় করে তাদের সংসার চালাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে নারীরা কতটা এগিয়ে এসেছে সেটাই প্রমাণ করে এবং তার জন্য তারা প্রযুক্তির সহায়তা নিচ্ছে।

“এই পর্যন্ত অনন্যা শীর্ষ দশে ২৮০ জন নারীকে সম্মাননা দিয়েছে। তাদের মধ্যে অনেকে আজ রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছেন।”

১৯৯৩ সাল থেকে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’ দেওয়া হচ্ছে। প্রতি বছর দেশের ১০ জন আলোকিত নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মনোনীত করা হয়।

অনুষ্ঠানে ‘অনন্যা শীর্ষ ১০ সম্মাননা’ পাওয়া নারীদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রে কর্মক্ষেত্রে সাফল্য, কাজের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান এবং তাদের এ অবস্থানে আসার পেছনের সংগ্রাম তুলে ধরা হয়; পরে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আয়োজন শেষ হয়।

সুপ্রিয় শ্রোতা , আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn