বাংলা

আকাশ ছুঁতে চাই ১০১

cmgPublished: 2022-11-24 16:27:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারী উন্নয়ন নীতিতে সর্বচীন নারী ফেডারেশনের অনুষ্ঠান

সর্বচীন নারী ফেডারেশন সম্প্রতি বেইজিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে চীনের নারী উন্নয়নের জন্য কংগ্রেসে গৃহীত নীতিমালা তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন রওজায়ে জাবিদা ঐশী

চীনের কমিউনিস্ট পার্টির সদ্য অনুষ্ঠিত ২০তম জাতীয় কংগ্রেসে যে দিকনির্দেশনামূলক নীতিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো বেইজিংয়ে কর্মরত কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সহধর্মীনিদের সামনে তুলে ধরেছে সর্বচীন নারী ফেডারেশন। গেল শুক্রবার বেইজিংয়ে এক প্রদর্শনীতে বিষয়ভিত্তিক ব্রিফিংয়ে নীতিগুলো তুলে ধরা হয়।

বিশতম সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বচীন নারী ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট হুয়াং সিয়াওয়েই অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন।

চীনে উরুগুয়ের রাষ্ট্রদূত ফার্নান্দো লুগ্রিস অনুষ্ঠানে বলেন, লিঙ্গ সমতা এবং নারী ও শিশুদের উন্নয়নে চীনের নীতি ও পদক্ষেপ অন্যান্য দেশে নতুন জ্ঞানের আলো ছড়িছে।

তিনি বলেন, উরুগুয়ে নারীদের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।চীনে মোজাম্বিকের রাষ্ট্রদূত মারিয়া গুস্তাভা বলেন, চীনের নীতি জনগণকেন্দ্রিক এবং সত্যিকার অর্থে জনমুখী।

তিনি বলেন, তিনি চীনের অনেক জায়গায় ভ্রমণ করেছেন এবং দেখেছেন যে দেশটিতে নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ, বিশেষ করে শিক্ষার অধিকার, রক্ষার জন্য একটি উন্নত আইনি ব্যবস্থা রয়েছে।

হান হোংয়ের গান

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একটি চীনা গান। চীনের বিখ্যাত শিল্পী হান হোং। তার তিব্বতি নাম ইয়াংছেন দ্রোলমা। তবে তিনি হান হোং নামেই বেশি পরিচিত। তিনি তিব্বতি লোকসংগীত নিয়ে অনেক কাজ করেছেন। তবে তার আধুনিক গানগুলো সারা চীনেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ১৯৭১ সালে জন্ম নেয়া এই শিল্পী দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছেন খ্যাতি। তিনি সংগীত লেখক ও সুরকার হিসেবেও অনেক প্রতিভাবান। চলুন শোনা যাক তার একটি গান।

চলে গেলেন কিংবদন্তি পিয়ানো শিল্পী চু ইয়াফেন

চীনের একজন প্রতিভাবান নারী, পিয়ানো শিল্পী ও শিক্ষক চু ইয়াফেন সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। এই গুণী শিল্পীর জীবন ও কর্ম সম্পকে বলছেন হোসনে মোবারক সৌরভ ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn