বাংলা

আকাশ ছুঁতে চাই ১০১

cmgPublished: 2022-11-24 16:27:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলে গেলেন চীনের কিংবদন্তি পিয়ানো শিল্পী চু ইয়াফেন। দীর্ঘ সমৃদ্ধ জীবন ছিল তার। তার জন্ম সাংহাই শহরে ১৯২৮ সালে এক সংগীতপ্রিয় শিক্ষিত পরিবারে। শৈশবে তিন বোন একসঙ্গে পিয়ানো ক্লাসে শিক্ষা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করলেও পিয়ানো চর্চা চালিয়ে যান তিনি। পরে সাংহাই কনজারভেটরি অব মিউজিক থেকেও গ্র্যাজুয়েশন করেন।

শানইয়াং কনজারভেটরি অব মিউজিক প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন পিয়ানো শিক্ষক ছিলেন। তার ছাত্রছাত্রীরা দেশে বিদেশে পিয়ানো শিল্পী হিসেবে নাম করেছে। তিনি নিজেও বিভিন্ন দেশে পিয়ানো সংগীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেন।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পিয়ানো শিল্পী চীনের বিভিন্ন টিভি শোর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন মহান পিয়ানো শিল্পী ও শিক্ষক চু ইয়াফেন। এই গুণী নারীর মৃত্যুতে বেইজিংয়ে আয়োজিত স্মরণসভায় তার ছাত্রছাত্রী ও বিখ্যাত শিল্পীরা শ্রদ্ধা নিবেদন করেন।

গ্র্যামি মনোনয়নে বাংলাদেশের গান নাশিদ কামাল-আরমিন মুসার রেকর্ড

বিশ্বসংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামিতে প্রথমবার মনোনয়ন পেল বাংলাদেশের কোনো শিল্পীর অ্যালবাম। ‘শুরুয়াত’ অ্যালবামটির দশম গান ‘জাগো পিয়া’ গেয়েছেন আরমিন মুসা, গানটি লিখেছেন তাঁর মা নজরুলসংগীত শিল্পী নাশিদ কামাল। বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম।

বাংলাদেশি গায়িকা-গীতিকার আরমিন মুসা এবং তার মা বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ডক্টর নাশিদ কামাল ৬৫তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগের জন্য মনোনীত হয়েছে। অফিসিয়াল গ্র্যামি ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে ।

বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বলের ‘শুরুআত’ অ্যালবামের ‘জাগো পিয়া’ গানটির জন্য প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সঙ্গীত পুরস্কারের জন্য এ মা-মেয়ের জুটি মনোনীত হয়।

আরমিনের গাওয়া ‘জাগো পিয়া’ শিরোনামের গানের কথা লিখেছেন তার মা ড. নাশিদ কামাল।

বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বলের প্রথম অ্যালবাম ‘শুরুআত’এ আরমিন মুসার পাশাপাশি কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বিজয় প্রকাশসহ এশিয়ান সঙ্গীতজ্ঞদের গান রয়েছে।

বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং বার্কলে কলেজ অব মিউজিকের বাংলাদেশি ছাত্রী এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশ্বভারতীর প্রশিক্ষণার্থী আরমিন মুসা ‘ভ্রমর কোইয়ো গিয়া’ ‘লোনা দেয়াল’সহ বেশ কয়েকটি গানের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। আরমিন ‘ঘাসফড়িং কয়্যার’নামে একটি গানের দল গড়ে তোলেন।

তার মা নাশিদ কামাল বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের বড় নাতনি। তিনি চার দশকেরও বেশি সময় ধরে দক্ষতার সঙ্গে সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া নজরুল সংগীত শিল্পী ড. নাশিদ কামাল বাংলা লোকগানের অন্যতম বিশিষ্ট গবেষক এবং অভিনেত্রী হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

কৃতী নারী চলচ্চিত্র নির্মাতা হান লে

চলচ্চিত্র নির্মাণে নারীরা অনেক বছর ধরেই সাফল্যের পরিচয় রাখছেন। এমনি একজন কৃতী নারী হলেন চলচ্চিত্র নির্মাতা হান লে।

প্রতিভাবান নারী তিনি। অ্যানিমেটেড সিনেমা তৈরি করে যিনি এরই মধ্যে জনপ্রিয় হয়েছেন চীনজুড়ে। দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরা তার সিনেমার অন্যতম বৈশিষ্ট্য। ভালো মানের সিনেমা তৈরির প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন এই নারী নির্মাতা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn