আকাশ ছুঁতে চাই ৯৪
নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাখী গাঙ্গুলী। তিনি এ বিষয়ে পরিবারের সদস্যদের সহযোগিতাও কামনা করেন।
জাতীয় কংগ্রেসে বাড়ছে নারী প্রতিনিধির সংখ্যা
সুপ্রিয় শ্রোতা, চীনে আসন্ন জাতীয় কংগ্রেসে নারী প্রতিনিধির সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
চীনের জাতীয় কংগ্রেসের প্রস্তুতি চলছে। ১৬ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০ তম জাতীয় কংগ্রেসে যোগ দিতে সারা চীন থেকে মোট ২,২৯৬জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই প্রতিনিধিরা আসেন সমাজের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে।
চলতি বছর এদের মধ্যে রয়েছেন ৬১৯জন নারী প্রতিনিধি। এই সংখ্যা হলো মোট প্রতিনিধিদের ২৭ শতাংশ। ২০১৭ সালে ১৯তম সিপিসি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ের তুলনায় চলতি বছর নারী প্রতিনিধির সংখ্যা ২.৮ শতাংশ বেড়েছে যা জাতীয় রাজনীতিতে চীনের নারীদের অগ্রগতির পরিচয় তুলে ধরে।
গান
শিল্পী: জেন চাং
চীনের একজন বিখ্যাত সংগীত শিল্পী ও গীতিকার জেন চাং। তার পুরো নাম চাং লিয়াংইং। ১৯৮৪ সালের ১১ অক্টোবর তিনি সিচুয়ান প্রদেশের ছাংদু শহরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই জনপ্রিয়তা পেয়েছেন চাং। ২০০৬ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়। এরপর থেকে ক্রমাগত জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করে এগিয়ে গেছেন এই তারকাশিল্পী। বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসহ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা। এখন শুনবো জেন চাংয়ের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম হলো সেকেন্ড টু নান বা অদ্বিতীয়
বাল্য বিয়ের শিকার নারী
বাংলাদেশে সম্প্রতি পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। এই উপলক্ষে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম একটি প্রতিবেদনে জানায় চলতি বছর ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।