আকাশ ছুঁতে চাই ৯৪
আকাশ ছুঁতে চাই ৯৪
কী রয়েছে এবারের পর্বে
১. নারীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে: রাখী গাঙ্গুলী, মনোবিজ্ঞানী
২.চীনের জাতীয় কংগ্রেসে বাড়ছে নারী প্রতিনিধির সংখ্যা
৩. গান: শিল্পী জেন চাং
৪. বাল্য বিয়ের শিকার নারী
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সাফল্য, সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। আধুনিক নারীকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাকে মুখোমুখি হতে হয় মানসিক চাপ বা স্ট্রেসের। নারীর মানসিক স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে সমাজের পারিপার্শ্বিকতার . উপরেও । এইসব প্রসঙ্গে আজ আমরা কথা বলবো বিশিষ্ট মনোবিজ্ঞানী রাখী গাঙ্গুলীর সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
নারীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে: রাখী গাঙ্গুলী, মনোবিজ্ঞানী
সাক্ষাৎকার:
ঢাকা আহসানিয়া মিশনে সিনিয়র সাইকোলজিস্ট পদে কর্মরত রয়েছেন রাখী গাঙ্গুলী। তিনি ২০ বছরের বেশি সময় ধরে মনোবিজ্ঞানীর পেশায় আছেন। প্রথমেই তিনি বললেন, করোনা মহামারীর সময়ে নারীদের মানসিক চাপ বিষয়ে। করোনার পরেও নারীদের মানসিক চাপ যথেষ্ট। ঘরে বাইরে সবদিকে কাজ করতে গিয়ে নারী মানসিক চাপের মুখে পড়ে।
মানসিক চাপের কিছু লক্ষ্যণ রয়েছে। যেমন মন খারাপ, কোন কিছু ভালো না লাগা, রাগ, দুঃশ্চিন্তা ইত্যাদি। যখন বোঝা যাবে যে মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে তখন অবশ্যই মনোবিজ্ঞানী অথবা মনোচিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তিনি আত্মহত্যার প্রসঙ্গে বললেন, ‘আত্মহত্যা হলো মানসিক রোগের একটি চরম অবস্থা’। বিভিন্ন কারণে আত্মহত্যার মতো দুঃখজনক পরিণতি ঘটতে পারে। একজন নারী শ্বশুরবাড়িতে অনেক সময় পারিবারিক সহিংসতার শিকার হয়। অনেক সময় শারীরিক নির্যাতন না হলেও মানসিক নির্যাতন চলে। কটুকাটব্য, ভারবাল অ্যাবিউজের শিকার হতে হয় নারীকে। সেখান থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন নারী। তিনি বললেন, ‘নারীর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।’।
নারীর মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রাখী গাঙ্গুলী। তিনি এ বিষয়ে পরিবারের সদস্যদের সহযোগিতাও কামনা করেন।
জাতীয় কংগ্রেসে বাড়ছে নারী প্রতিনিধির সংখ্যা
সুপ্রিয় শ্রোতা, চীনে আসন্ন জাতীয় কংগ্রেসে নারী প্রতিনিধির সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
চীনের জাতীয় কংগ্রেসের প্রস্তুতি চলছে। ১৬ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠেয় ২০ তম জাতীয় কংগ্রেসে যোগ দিতে সারা চীন থেকে মোট ২,২৯৬জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই প্রতিনিধিরা আসেন সমাজের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে।
চলতি বছর এদের মধ্যে রয়েছেন ৬১৯জন নারী প্রতিনিধি। এই সংখ্যা হলো মোট প্রতিনিধিদের ২৭ শতাংশ। ২০১৭ সালে ১৯তম সিপিসি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ের তুলনায় চলতি বছর নারী প্রতিনিধির সংখ্যা ২.৮ শতাংশ বেড়েছে যা জাতীয় রাজনীতিতে চীনের নারীদের অগ্রগতির পরিচয় তুলে ধরে।
গান
শিল্পী: জেন চাং
চীনের একজন বিখ্যাত সংগীত শিল্পী ও গীতিকার জেন চাং। তার পুরো নাম চাং লিয়াংইং। ১৯৮৪ সালের ১১ অক্টোবর তিনি সিচুয়ান প্রদেশের ছাংদু শহরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই জনপ্রিয়তা পেয়েছেন চাং। ২০০৬ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশিত হয়। এরপর থেকে ক্রমাগত জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করে এগিয়ে গেছেন এই তারকাশিল্পী। বেইজিং পপ মিউজিক অ্যাওয়ার্ডসহ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা। এখন শুনবো জেন চাংয়ের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম হলো সেকেন্ড টু নান বা অদ্বিতীয়
বাল্য বিয়ের শিকার নারী
বাংলাদেশে সম্প্রতি পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। এই উপলক্ষে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম একটি প্রতিবেদনে জানায় চলতি বছর ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের ২৮টি জেলায় ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। একই সময় ৫৮৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২’ থেকে এ তথ্য পাওয়া গেছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ প্রতিবেদন প্রকাশ করে।
ফোরাম জানিয়েছে, ২০২২ সালের প্রথম ৮ মাসে প্রকাশিত দেশের ২৪টি জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বাল্যবিবাহ–সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বলা হয়, প্রথম ৮ মাসে ৭৬ কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এর বেশির ভাগই হয় রাস্তায়, নিজ বাসায় ও স্বজনদের দ্বারা। এ সময় ১৫ জন শিশু পর্নোগ্রাফি, ৩ জন অ্যাসিড সন্ত্রাস, ১৩৬ জন অপহরণ ও পাচার, ১৮৬ জন হত্যা, ১৩ জন যৌতুকের কারণে নির্যাতন এবং ৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়। একই সময় আত্মহত্যা করে ১৮১ জন শিশু এবং ৮ কন্যাশিশুকে বিভিন্ন স্থানে ফেলে যাওয়া হয়।
জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৫৭৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ৮৪ জন ও ৪৩ জন প্রতিবন্ধী কন্যাশিশু ধর্ষণের শিকার।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া
চীনের জাতীয় কংগ্রেসে বাড়ছে নারী প্রতিনিধির সংখ্যা ও বাল্য বিয়ের শিকার নারী, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া