আকাশ ছুঁতে চাই ৯৪
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশের ২৮টি জেলায় ২ হাজার ৩০১ জন কন্যাশিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। একই সময় ৫৮৯টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২২’ থেকে এ তথ্য পাওয়া গেছে।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ প্রতিবেদন প্রকাশ করে।
ফোরাম জানিয়েছে, ২০২২ সালের প্রথম ৮ মাসে প্রকাশিত দেশের ২৪টি জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং বাল্যবিবাহ–সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বলা হয়, প্রথম ৮ মাসে ৭৬ কন্যাশিশু যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়। এর বেশির ভাগই হয় রাস্তায়, নিজ বাসায় ও স্বজনদের দ্বারা। এ সময় ১৫ জন শিশু পর্নোগ্রাফি, ৩ জন অ্যাসিড সন্ত্রাস, ১৩৬ জন অপহরণ ও পাচার, ১৮৬ জন হত্যা, ১৩ জন যৌতুকের কারণে নির্যাতন এবং ৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়। একই সময় আত্মহত্যা করে ১৮১ জন শিশু এবং ৮ কন্যাশিশুকে বিভিন্ন স্থানে ফেলে যাওয়া হয়।
জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৫৭৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ৮৪ জন ও ৪৩ জন প্রতিবন্ধী কন্যাশিশু ধর্ষণের শিকার।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া
চীনের জাতীয় কংগ্রেসে বাড়ছে নারী প্রতিনিধির সংখ্যা ও বাল্য বিয়ের শিকার নারী, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া