আকাশ ছুঁতে চাই পর্ব ৯০
এর আগে এ বয়সসীমা ছিল ১৬ থেকে ২৯ বছর পর্যন্ত।
চীনের কিছু ক্লিনিক বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার জন্য অনলাইন বুকিং সেবা প্রদান করছে। ব্যবহারের জন্য চীনে পাঁচটি এইচপিভি ভ্যাকসিন নিবন্ধিত রয়েছে, যার মধ্যে দুটো দেশে তৈরি আর বাকি তিনটি আমদানি করা।
মেডিক্যাল সার্ভিস রিজার্ভেশন প্ল্যাটফর্ম ইয়ুমিয়াও’র তথ্য বলছে, ২০২২ সালের জুন পর্যন্ত চীনে এইচপিভি ভ্যাকসিন বুকিংয়ের সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গেছে। এ টিকার চাহিদা বর্তমানে সরবরাহের চেয়ে বেশি।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবং আমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা,উপস্থাপনা : শান্তা মারিয়া
একদশকে চীনে নারীর অগ্রগতি, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
চুয়াং জাতির সাহসী নারী লিউ সানচিয়ে ,মানাসলু অভিযানে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের ডাবলসের শিরোপা জিতেছে চীন, নারীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানে বয়সসীমা বাড়িয়েছে চীন, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী