আকাশ ছুঁতে চাই পর্ব ৯০
মানাসলু অভিযানে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার
সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের এভারেস্টজয়ী প্রথম নারী নিশাত মজুমদার। তিনি নতুন এক পর্বত শৃংগ জয়ের অভিযানে যাত্রা শুরু করেছেন সম্প্রতি। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে।
নিশাত মজুমদার। নামেই যার পরিচয়। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী তিনি। এবার তিনি হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু জয়য়ের অভিযানে বের হয়েছেন। সম্প্রতি নেপালে গেছেন তিনি।
২০১২ সালে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন নিশাত। এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। মানাসলু হিমালয়ে ৮ হাজার মিটারের বেশি ১৪টি শৃঙ্গের মধ্যে অষ্টম। এটির উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। এভারেস্ট জয়ের আগে ২০১১ সালে প্রথমবার মানাসলু অভিযানে যান নিশাত। কিন্তু সেবার ক্যাম্প-৩ থেকে ফিরে আসেন তিনি।
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের পর মানাসলু অভিযান কেন- এ প্রশ্নের জবাবে চীন আন্তর্জাতিক বেতারকে নিশাত বলেন, ছোট-বড় যে কোনো পাহাড়ই চ্যালেঞ্জিং। কখনো কখনো অপেক্ষাকৃত ছোট পর্বত আরোহণ বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। এ প্রসঙ্গে তিনি এর আগে হিমালয়ের নেপাল অংশে পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু ও তিব্বত অংশে ১৪তম শৃঙ্গ শিশাপাংমা অভিযানে ব্যর্থতার কথা বলেন। অভিযানে যাবার আগে এ উপলক্ষে ঢাকায় তিনি একটি সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন। এবারের অভিযানে প্রজ্ঞা পারমিতা নামে এক নবীন পর্বতারোহী নিশাতের সঙ্গী হচ্ছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নিশাত মজুমদার শুধু এভারেস্ট জয়ে নয়, অন্য ক্ষেত্রেও নারীদের জন্য অনুপ্রেরণা।
সুপ্রিয় শ্রোতা এবার নারী বিষয়ক দুটি খবর।
ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের ডাবলসের শিরোপা জিতেছে চীন
ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের ডাবলসে শিরোপা জিতেছে চীনের জুটি। সম্প্রতি টোকিও মেট্রোপলিটন জিমনেসিয়ামে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নারীদের ডাবলসের শিরোপা জয়ের লড়াইয়ে চীনের চেন ছিংচেন এবং চিয়া ইফান দক্ষিণ কোরিয়ার কিম সো-ইয়ং এবং কং হি-ইয়ংকে ২-০ পয়েন্টে হারিয়েছেন৷
আরেকটি খবর হলো,
নারীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদানে বয়সসীমা বাড়িয়েছে চীন
বিনামূল্যে ৯-ভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে ৯ থেকে ৪৫ বছর করেছে চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন।