বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৮

CMGPublished: 2022-08-25 18:20:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবে ধারণাগুলো বদলাচ্ছে।

বেইজিং অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক মা তান বলেন, যদিও চালক হিসেবে নারী পুরুষকে সমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তবে সামাজিক ধ্যানধারণার কারণে নারীর কিছুটা বাড়তি চ্যালেঞ্জ থাকে।

চায়না উইমেন’স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ইঞ্জিন ম্যানুফেকচারার কুমিনস চায়না যৌথভাবে নারী ট্রাকচালকদের ক্ষমতায়িত করার জন্য একটি প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো তিন বছরের মধ্যে ৩০০০ নারী ট্রাক চালককে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া এবং কিভাবে পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য রাখতে হবে সেটা শিক্ষা দেয়া।

ঐতিহ্যবাহী থুবু বুনছেন নারীরা

প্রযুক্তির উন্নয়নে এখন সর্বত্রই চলছে যন্ত্রের ব্যবহার। কিন্তু ঐতিহ্যকে ধরে রাখার জন্য সাংহাই এর একদল নারী হাঁতে চালানো তাঁতে বুনছেন প্রাচীন নকশার কারুকার্যময় পোশাক। এর মাধ্যমে খ্যাতি ও অর্থ দুটোই অর্জন করেছেন তারা। চলুন শোনা যাক এই নারীদের গল্প।

সাংহাই এর এক নারী হ্য ইয়ংতি। তিনি এক ঐতিহ্যবাহী বুননশিল্পকে নতুনভাবে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। সাংহাই থেকে একটু দূরে ইয়াংসি নদীর মোহনায় রয়েছে ছোংমিং আইল্যান্ড। ছোংমিংয়ের বিখ্যাত কারুশিল্প হলো থুবু নামের এক ধরনের হাতে বোনা কাপড়। এই কাপড়ের রয়েছে ৬০০ বছরের ইতিহাস। একসময় এই দ্বীপে এক লাখ ত্রিশ হাজার হস্তচালিত তাঁতে এই বিশেষ নকশীদার কাপড় বোনা হতো। চায়না এবং দক্ষিণ এশিয়ায় এই কাপড় বিক্রি হতো।

এই ঐতিহ্যকে ধরে রাখতে ২০০০ সাল থেকে এই কাপড়ের নমুনা সংগ্রহ শুরু করেন হ্য ইয়ংতি। তিনি বাইসাইকেলে চড়ে দ্বীপের বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে এর বুনন পদ্ধতি বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তিনি ৩৬ মেট্রিক টন ছোংমিং ফেব্রিক সংগ্রহ করেন যার মধ্যে ১২ হাজার ৮০০ নকশা রয়েছে। এটি ছিল মূলত নারীদেরই কারুশিল্প।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn