বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৮

CMGPublished: 2022-08-25 18:20:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এখন আমার শুনবো জামইয়াং দোলমার গান পাহাড় ও জল।

দৃশ্যপট বদলে দিচ্ছেন নারী ট্রাকচালকরা

চীনের ট্রাক চালকের পেশায় এখন এগিয়ে আসছেন নারীরা এবং অর্জন করছেন সাফল্য। সমাজের দৃশ্যপটও বদলে দিচ্ছেন তারা। শুনবো এ নিয়ে একটি প্রতিবেদন।

চাও লিফিং একজন হালকা পাতলা নারী। উচ্চতা ১.৬৩ মিটার। ট্রাক চালক হিসেবে তাকে যেন ঠিক মানায় না। কিন্তু দশ বছর ধরে এই নারী সাফল্যের সঙ্গে ট্রাক চালাচ্ছেন, পাড়ি দিয়েছেন ১.৫ মিলিয়ন কিলোমিটার।

৩৩বছর বয়সী বিবাহিত এবং সন্তানের জননী চাও একজন ট্রাকচালক হিসেবে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন।

বর্তমানে চীনে নারী ট্রাক চালকের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন প্রায় ১৩ লাখ নারী ট্রাক চালকের পেশায় আছেন। সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমিক প্রেসে প্রকাশিত চীনের ট্রাকচালকদের হিসাব অনুসারে ২০২০ সালে চীনের ৩০ মিলিয়ন ট্রাকচালকদের ৪.২ শতাংশ নারী। ২০১৮ সালে ট্রাক চালকদের ২ শতাংশ ছিল নারী। এখনও তাদের সংখ্যা অনেক কম। তবে তাদের সংখ্যা বাড়ছে। এই রিপোর্টে দেখা গেছে নারী ট্রাকচালকদের গড় বয়স ৩৫ বছর।

চাও বলেন, যদিও নারী ট্রাক চালকরা সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে পুরনো আমলের চিন্তাভাবনাও রয়েছে। যেমন চাও যখন ট্রাক নিয়ে কোথাও যান, কেউ কেউ তাকে জিজ্ঞাসা করে, ‘ড্রাইভার কোথায়?’ তারমানে নারীকে চালকের আসনে দেখে তারা ঠিক ভরসা করতে পারে না।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn