বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৮

CMGPublished: 2022-08-25 18:20:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. ব্যবসার খুঁটি নাটি আগে জেনে তারপর বিনিয়োগ করতে হবে: ফারহানা বিনতে লতিফ, নারী উদ্যোক্তা

২. উ সুয়ানের অন্য রাজ্য

৩. গান : শিল্পী জামইয়াং দোলমা

৪. দৃশ্যপট বদলে দিচ্ছেন নারী ট্রাক চালকরা

৫. ঐতিহ্যবাহী থুবু বুনছেন নারীরা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

`ব্যবসার খুঁটি নাটি আগে জেনে তারপর বিনিয়োগ করতে হবে’- ফারহানা বিনতে লতিফ, নারী উদ্যোক্তা

বাংলাদেশে নারী উদ্যোক্তারা নারীর কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বলতে গেলে আজকাল ঘরে ঘরে ক্ষুদ্র উদ্যোক্তার দেখা মিলছে যারা ছোট ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি পরিবারেও বাড়তি আয় যোগ করছেন। এরা আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে সমাজে নারীর সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে ইতিবাচক ভূমিকা রাখছেন। আজ আমাদের স্টুডিওতে আছেন এমনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তিনি পোশাক এবং লাইফ স্টাইল পণ্য বিক্রির মাধ্যমে নিজের কর্মস্ংস্থান করছেন। তিনি ফ্যাশন হাউজ পানযেহর প্রতিষ্ঠাতা ফারহানা বিনতে লতিফ। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

ফারহানা বিনতে লতিফ এমবিএ ডিগ্রিধারী। কিন্তু স্বামীর সরকারি চাকরির সুবাদে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও সংসার দেখভালের কাজে তার কোন ক্যারিয়ার গড়ে তুলতে পারেননি। তিনি সিদ্ধান্ত নেন নিজস্ব উদ্যোগে কিছু একটা করবেন। আঁকার হাত ভালো ছিল, ফ্যাশনও বুঝতেন। ভাবলেন একটি বুটিক হাউজ করবেন।

এইভাবেই তিনি প্রতিষ্ঠা করলেন ফ্যাশন হাউজ পানযেহ। মীরপুর ডিওএইচএস মার্কেটে তার ফ্যাশন হাউজ। একটি দোকান দিয়ে শুরু করে বর্তমানে তার তিনটি আউটলেট রয়েছে। পোশাক ও লাইফস্টাইল পণ্য বিক্রি করেন তিনি। নিজেই ডিজাইন করেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি বেশ কয়েকজনের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে তার প্রতিষ্ঠানের মাধ্যমে।

ফারহানা বিনতে লতিফ মনে করেন কেউ যদি নতুন কোন ব্যবসা শুরু করতে চায় তাহলে আগে সেই ব্যবসার খুঁটিনাটি জানতে হবে। নাহলে ঠকে যাবার আশংকা থাকে। কোন একটি আইটেমে আবদ্ধ না থেকে বিভিন্ন দিকে চেষ্টা করতে হবে। ‘ধরুন কেউ পোশাক দিয়ে শুরু করলেন, কিন্তু সেটায় লাভ হলো না। তখন হয়তো ফুড, নার্সারি ইত্যাদি আইটেম দিয়ে চেষ্টা করতে হতে পারে।’ বড়কথা হলো ধৈর্য্য এবং দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া। আগে ব্যবসার লাভ লোকসান হিসাব এবং এই ব্যবসার কাঁচামাল সম্পর্কে জানতে হবে, নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। নইলে কিন্তু ব্যবসায় সফল হওয়া যাবে না। যেহেতু পুঁজি থাকে স্বল্প, তাই ভেবে চিন্তে এগুতে হবে।

ফারহানা বিনতে লতিফ তার স্বামীর কর্মসূত্রে চীন ভ্রমণ করেছেন। সেখানে তিনি গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, সামার প্যালেসসহ বিভিন্ন স্থাপনা দেখে মুগ্ধ হন। বেইজিং শহর তার খুব ভালো লাগে। সবচেয়ে বেশি তার ভালো লাগে চীনে নারীদের নিরাপত্তার বিষয়টি।

তিনি বলেন, ‘চীনে নারীরা খুবই নিরাপদ। এ বিষয়টি আমার সবচেয়ে ভালো লেগেছে।’

তার ভবিষ্যত পরিকল্পনা হলো ফ্যাশন ও লাইফ স্টাইল পণ্যের সুপার শপ প্রতিষ্ঠা করা।

উ সুয়ানের অন্য রাজ্য

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn