আকাশ ছুঁতে চাই পর্ব ৮৮
চীনের ফুচিয়ান প্রদেশের একজন ব্যতিক্রমী নারী উ সুয়ান। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাস ঐতিহ্য থেকে তথ্য সংগ্রহ থেকে ভালোবাসেন তিনি। ব্যতিক্রমী এই নারী সম্পর্কে একটি প্রতিবেদন।
চীনের ফুচিয়ান প্রদেশের ফুচোও শহরের বাসিন্দা উ সুয়ান। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরানো ঐতিহ্য এবং অন্যান্য সম্পদ সামগ্রী থেকে তথ্য সংগ্রহ করতে যিনি পছন্দ করেন। তিনি বলেন, গোয়েন্দাদের মতো খুঁজে বেড়ানো ছিল তার নেশা । ৩০ বছর বয়সী এই নারী রহস্য সমাধান করতে খুব পছন্দ করেন।
২০১৯ সালে, উ সুয়ান লোকসংস্কৃতির প্রতি উৎসাহিত হয়ে তিন জনকে সঙ্গে নিয়ে শেনলোওচি স্টুডিও প্রতিষ্ঠা করেন। সখের বসে একটি দলও গঠন করেন তিনি। এরপর সেখানে প্রাচীন মানুষের জীবন যাপন নিয়ে বেশ কিছু শর্ট ফিল্ম তৈরি করেন উ সুয়ান।
ঐতিহাসিক গবেষণা,চীনা পোশাক সেলাই করা থেকে শুরু করে যুগোপযোগী আসবাবপত্র এবং নানা অনুষঙ্গ স্থান পায় তার এসব ভিডিওতে। নিখুঁতভাবে এসব ভিডিও তৈরি করতে তাকে প্রচুর শ্রম দিতে হয়েছে।
দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন এই নারী। এর বিপরীতে কোনো অর্থলাভের চিন্তা না করে বরং দেশের জন্য কিছু করতে পারার মধ্যেই সন্তুষ্টি উ সুয়ানের।
গান: শিল্পী জামইয়াং দোলমা
চীনের তিব্বতি জাতির সংগীতের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এই ঐতিহ্যকে কণ্ঠে ধারণ করে খ্যাতি পেয়েছেন সংগীত শিল্পী জামইয়াং দোলমা। ১৯৮৪ সালে সিচুয়ান প্রদেশের গার্জে তিব্বতি স্বায়ত্বশাসিত এলাকায় ডেগা কাউন্টিতে জন্ম গ্রহণ করেন তিব্বতি কৃষক পরিবারের মেয়ে দোলমা। তিনি সংগীতে শিক্ষা গ্রহণ করেন। ২০০৯ সালে সিসিটিভিতে কালারফুল হাডা নামে একটি তিব্বতি সংগীত পরিবেশন করে খ্যাতি পান। ২০১০ সালে টিবেটান নিউ ইয়ার্স গালাতে সংগীত পরিবেশন করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।