আকাশ ছুঁতে চাই পর্ব ৮৩
স্কুলে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এজন্য এজিজের পরিবারকে কোন অর্থব্যয় করতে হয় না। সিনচিয়াংয়ের স্কুলশিশুরা তাদের মধ্যাহ্নভোজ পায় স্কুল থেকেই।
এজিজের মতো নতুন যুগের শিশুরা বড় হচ্ছে নতুন, উন্নত জীবনের স্বপ্ন চোখে নিয়ে।
আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা এবং সিনচিয়াংয়ের ছোট্ট মেয়ে এজিজে: প্রতিবেদন শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া