বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৩

CMGPublished: 2022-07-21 20:05:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ

চীনে চিকিৎসা, শিক্ষা ও জ্যোতির্বিদ্যাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নারী বিজ্ঞানীদের চীনা তরুণী বিজ্ঞান পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপের অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ পুরস্কার তাদের পরবর্তী যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।

জীবাশ্মবিদ্যা থেকে জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এবং কৃষি বিজ্ঞানসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সারা দেশ থেকে ২০ জন নারী বিজ্ঞানী এবং পাঁচটি দলকে সম্মাননা দেয়া হয়েছে। গেল সপ্তাহে বেইজিংয়ে এ পুরস্কার দেয়া হয়। চীনের ফংইউন স্যাটেলাইটের কিছু বড় উন্নতির পিছনে থাকা দলটিকেও এই পুরস্কারের আওতাভুক্ত করা হয়।

চীনের আবহাওয়া প্রশাসনের অধীনে ন্যাশনাল স্যাটেলাইট মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএসএমসি) বিজ্ঞানীদের দল ছি ছোংলির নেতৃত্বে, চীনের ফংইউন আবহাওয়া উপগ্রহগুলিকে স্কেলিং এবং অবস্থানের ক্ষেত্রে আরও বিচক্ষণ করে তুলতে অব্যাহতভাবে কাজ করছে।

পরবর্তীতে এ পুরষ্কার সামনে অগ্রসর হতে উৎসাহিত করবে বলে উচ্ছাস প্রকাশ করেন তরুণ বিজ্ঞানীরা। ছি ছোংলি বলেন,‘এই স্তরে স্বীকৃতি পাওয়াটা আনন্দের বিষয়, কারণ আমরা আমাদের কাজকে পর্দার অন্তরালের এবং কম পরিচিত বলে মনে করি। আমরা কখনই এত মনোযোগ পাব বলে আশা করিনি।

আয়োজক কমিটির সদস্যরা বলছেন, খ্যাতিমান বিজ্ঞানীদের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে । তারা প্রত্যেকেই বিজ্ঞানের সাধনায় অনড়।

ভাইরাল সংক্রামক রোগ নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ছংছিং মেডিকেল ইউনিভার্সিটির কলেজ অফ ল্যাবরেটরি মেডিসিনের ডেপুটি ডিন সম্মাননা প্রাপ্ত চেন চুয়ান। তিনি বলেন,

‘আমরা সবসময় বলি, পৃথিবীতে মহামারির ইতিহাস রয়েছে। গুটিবসন্ত এবং হেপাটাইটিস বি সহ ভাইরাসের বিরুদ্ধে মানুষের যুদ্ধের ইতিহাস অনেক বড়। ৯০ এর দশকে, চীনে ১২০ মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিল ৷ বর্তমান COVID-19 ও একটি ভাইরাল সংক্রামক রোগ। যতবারই এই ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে, ততবার এটি প্রকৃতপক্ষে মানুষের জীবনধারা পরিবর্তন করে।’

এসময় চেন চুয়ান আরও বেশি লোককে মাঠে যোগ দেওয়ার এবং মানুষের কল্যাণে আরও অবদান রাখার আহ্বান জানান।

চীনে এখন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ৪ কোটিরও বেশি নারী কাজ করছে। বিজ্ঞানে নারীদের অংশগ্রহণকে উন্নীত করার লক্ষে অল-চীন উইমেনস ফেডারেশন, চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইউনেস্কোর জাতীয় কমিশন এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে।

নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা

চীনের শায়ানসি প্রদেশের নারীরা হাউজ কিপিং পেশায় নতুন ক্যারিয়ার গড়ে তুলছেন। গৃহস্থালি কাজে নারীর সহজাত দক্ষতাকে কাজে লাগিয়ে রোজগারের নতুন পথ খুঁজে নিয়েছেন তারা। শুনুন প্রতিবেদনে।

উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশ। এখানকার ছিনলিং পর্বতমালা এলাকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য চীনের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এখানে। পর্যটকদের এই ভ্রমণ নতুন পেশায় আগ্রহী করে তুলেছে স্থানীয় অধিবাসীদের। তারা গ্রামে খুলছেন অতিথিশালা। এই প্রোগ্রামের একটি ব্র্যান্ড হলো বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এই প্রোগ্রামে গেস্ট হাউজগুলোর জন্য হাউসকিপিংয়ের কাজ শিখছেন নারীরা। রান্না, বিছানা করা, ঘর পরিস্কার ইত্যাদি গতানুগতিক গৃহস্থালি কাজের পাশাপাশি কফি মেশিন ব্যবহার করে কফি বানানো, কম্পিউটার ব্যবহার, সুগন্ধি মোমবাতি তৈরি, রিসেপশনে গ্রাহকদের প্রশ্নের জবাব প্রমিতভাষায় সুন্দর উচ্চারণে দেয়া এবং একটু আধটু ইংরেজি শেখা সবই হাউস কিপিং কাজের আওতায় পড়ে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn