বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৮৩

CMGPublished: 2022-07-21 20:05:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী রয়েছে এবারের অনুষ্ঠানে

১. ছড়াগানের ভুবনে নারী: সাক্ষাৎকার: রিফাত নিগার শাপলা

২. বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ

৩. নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা

৪. সিনচিয়াংয়ের ছোট্ট মেয়ে এজিজে

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

ছড়াগানের ভুবনে নারী

ছড়াগান বাংলার লোকজ ঐতিহ্য। বাংলার লোকজ ঐতিহ্য রক্ষায় নারীর রয়েছে বিশেষ ভূমিকা। ছড়াগান এবং নারীর ভূমিকা নিয়ে আজ আমরা কথা বলবো এদেশের বিশিষ্ট ছড়াকার, কবি, সাহিত্যিক এবং সংগঠক রিফাত নিগার শাপলার সঙ্গে। তার কাছে আমরা শুনবো মজার সব ছড়াগান । আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার: রিফাত নিগার শাপলা বলেন শৈশবে মায়ের কাছ থেকেই বাংলার লোকজ ঐতিহ্য ছড়াগানের সঙ্গে পরিচিতি হন। তার পরিবার ছিল সংস্কৃতিবান।

মা রাবেয়া সিরাজ ছিলেন লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক এবং কথাশিল্পী। বাবা ডক্টর মুহাম্মদ সিরাজউদ্দীন ছিলেন কুমিলা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান এবং সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশব থেকেই অনুকুল পরিবেশ পেয়েছেন শাপলা। তিনি ছোটবেলা থেকে ছাড়া লিছেন। সত্তর দশকে তার লেখালেখির জগৎ আরও প্রসারিত হতে থাকে। তিনি শিশুসাহিত্য রচনার জন্য অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমি থেকে অগ্রণী ব্যাংক শিমুসাহিত্য পুরস্কারের মতো একটি সম্মানজনক পুরস্কার তিনি অর্জন করেছেন।

রিফাত নিগার শাপলার স্বামী মুক্তিযুদ্ধ গবেষক,প্রয়াত মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁইঁযা ।

মুক্তিযুদ্ধ সাহিত্যে কামরুল হাসান ভূঁইয়া ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন । সেনাবাহিনীতেও ছিলেন কামরুল হাসান। আশির দশকের শুরুর দিকে স্বামীর সঙ্গে চীনে দুই বছর ছিলেন শাপলা। তিনি সেখানে চীনের বিভিন্ন স্থাপনা দেখে মুগ্ধ হন। চীনের মানুষের সঙ্গে তার বেশ বন্ধুত্বও গড়ে ওঠে।

লেখালেখির পাশাপাশি বেশ কয়েকটি সংগঠন করেন রিফাত নিগার শাপলা। তিনি শাপলা কলির আসর নামে একটি শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ও মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা করেন। তাদের জন্য ছড়াগান লেখেন। তিনি পেশাগত জীবনে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক ছিলেন। নিজের লেখা ছড়াগানের মাধ্যমে তিনি শিশুদের বাংলা বর্ণমালা শিক্ষা দিয়েছেন।

ইনার হুইল নামে একটি সেবামূলক সংগঠনেরও সদস্য তিনি।

ছবি আাঁকা, রান্না করাও তার শখ। তিনি বর্তমানে নানা রকম আচার তৈরি এবং অনলাইনে ও পরিচিতজনদের মধ্যে বিক্রি করে উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন।

রিফাত নিগার শাপলা বেশ কয়েকটি ছড়াগান পরিবেশন করেন। ভবিষ্যতে ছড়াগানকে আরও জনপ্রিয় করার জন্য কাজ করে যাবেন তিনি।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn