আকাশ ছুঁতে চাই পর্ব ৭৬
ময়ুর পালনের মাধ্যমে চীনের গ্রাম পর্যায়ের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন ময়ূরের রানী হিসেবে খ্যাত চিআওচিআও নামে এক উদ্যোগী নারী। তার বিষয়য়ে বিস্তারিত প্রতিবেদনে।
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সিহং কাউন্টির মেয়ে সুন চিআওচিআও। তার ক্রমবর্ধমান ব্যবসার জন্য তিনি বেশ পরিচিতি অর্জন করেছেন। ময়ূর পালনের মাধ্যমে তিনি তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তাই তিনি মানুষের কাছে "সোনার ময়ূর" নামেই বেশি পরিচিত।
২০১৭ সালে সূর্য ময়ূর পালন দিয়ে শুরু হয় তার ময়ূরের ব্যবসা। তারপর আস্তে আস্তে বাড়তে থেকে ব্যবসার পরিধি। একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতিও ছড়িয়ে পড়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে চিয়াংসু জুড়ে। এই ব্যবসায় বর্তমানে প্রায় ২ মিলিয়ন ইউয়ান বার্ষিক আয় হয় তার।
সুনের এই অগ্রযাত্রার কারণে ময়ূর পালন এখন গ্রাম পর্যায়ের অর্থনীতির পাশাপাশি শহরেও প্রভাব ফেলছে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
ময়ূররানী চিআওচিআও, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
ড্রাগনবোটের গল্প : পিতৃভক্ত কন্যা সাও ই, প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া