বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৭৬

CMGPublished: 2022-06-02 18:08:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রাচীনকালে সাও ই (১৩০-১৪৩ খ্রিস্টাব্দ)নামে এক তরুণী মধ্য পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে বাস করতেন। সাও ই তার বাবাকে খুব ভালোবাসতেন।

একদিন তার বাবা একটি নদীতে ডুবে যান। বাবার মৃতদেহের সন্ধানে সাও ই আহার নিদ্রা ত্যাগ করে নদীর তীরে ঘুরতে থাকেন এবং মর্মস্পর্শী বিলাপ করতে থাকেন।

পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে পিতার শোকে সাও ই নদীতে ঝাঁপিয়ে পড়েন। পাঁচদিন পর পিতা ও কন্যার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দেখা যায় সাও ই তার বাবার মৃতদেহ জড়িয়ে ধরে আছেন।

বাবার প্রতি কন্যার এই মহান ভালোবাসা ও আত্মত্যাগ স্মরণে সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়। নদীটির নামকরণও করা হয় সাও এর নামে। সাও নদীটি হলো হাংচৌ প্রদেশে প্রবাহিত ছিয়াংথাং নদীর একটি শাখা নদী।

সাও ইর স্মরণে উত্তর চেচিয়াং-এ ড্রাগন বোট উৎসব পালন করা হয়।

ড্রাগনবোট উৎসবের গান

চীনের বিভিন্ন জাতির রয়েছে সমৃদ্ধ লোকজ সংগীত। ড্রাগনবোট উৎসবকে ঘিরে চীনের থুচিয়া জাতির একটি লোকজ সংগীত শুনবো এখন। গানটি পরিবেশন করছেন মিয়াও জাতির কন্যা এবং চীনের একজন বিখ্যাত শিল্পী সুং চুইং।

ময়ূররানী চিআওচিআও

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn