আকাশ ছুঁতে চাই পর্ব ৭৬
১. ফেলে দেয়া জিনিস থেকে শিল্পকর্ম করেন খালেদা সেলিম
২. ড্রাগন বোটের গল্প : পিতৃভক্ত কন্যা সাও ই
৩. ড্রাগনবোট উৎসবের গান
৪. ময়ূররানী চিআওচিআও
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া । কেমন আছেন আপনারা?
নারীদের রয়েছে সহজাত সৌন্দর্যবোধ। তারা শখের বসে অনেক সময় সূচিকর্ম এবং নানা রকম শিল্পকর্ম করে থাকেন। অনেক নারী এই শখ থেকেও গড়ে নেন নিজের স্বতন্ত্র পরিচয়ের পথ। আজকে অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে আমন্ত্রণ জানিয়েছি যিনি নিজের তৈরি শিল্পকর্মে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। খালেদা সেলিম এমনই একজন শিল্পী। তিনি ফেলে দেওয়া বস্তু দিয়ে নানা রকম শিল্পসামগ্রী তৈরি করেন।
আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
ফেলে দেয়া জিনিস থেকে শিল্পকর্ম করেন খালেদা সেলিম
আইসক্রিমের ফেলে দেওয়া প্যাকেট, খালি ক্রিমের কৌটা কিংবা জুসের বোতল –এসব ফেলে দেওয়া জিনিস থেকে নিজের অনন্য দক্ষতায় শিল্পকর্ম সৃষ্টি করেন খালেদা সেলিম।
সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই তার মধ্যে বিশেষ শিল্প প্রতিভা ছিল। তিনি নিজের কাপড় ডিজাইন করতেন। বড় বড় প্রতিষ্ঠানে তার তৈরি কাপড় বিপণনও করেছেন। করোনা মহামারির সময় যখন লকডাউনে থাকতে হয় তখন তিনি ফেলে দেওয়া বস্তু থেকে বিভিন্ন শিল্পকর্ম তৈরি শুরু করেন। যেমন ওষুধের খালি কৌটা, ওয়ানটাইম ইউজড কর্ক ট্রে , কেকের নিচের কার্ডবোর্ড থেকে তিনি বিভিন্ন রকম দৃষ্টিনন্দন শিল্পসামগ্রী তৈরি করেন।
গতবছর তিনি ডব্লিউভিএ (উইমেন ভলেনটারি অ্যাসোসিয়েশন) মেলায় স্টল নিয়ে তার এসব শিল্পকর্ম বিক্রি শুরু করেন। ব্যাপক সাড়া পান ক্রেতাদের কাছ থেকে।