বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৭৬

CMGPublished: 2022-06-02 18:08:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

খালেদা সেলিম কবিতা লেখাও শুরু করেন গত বছর। এ বছর বইমেলায় ‘অপেক্ষা’ নামে তার একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে। এজন্য তিনি একটি সম্মাননাও পেয়েছেন।

খালেদা সেলিম ছোটবেলা থেকে একটি শিল্পী পরিবারে বড় হয়েছেন। তার বড়ভাই খালিদ হোসেন ছিলেন বাংলাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী। খালেদা সেলিমও ছোটবেলায় গানের চর্চা করেছেন। তিনি আকাশ ছুঁতে চাই এর শ্রোতাদের জন্য লালনসংগীতের দুই চরণ গেয়ে শোনান।

খালেদা সেলিম বাগান করতেও ভালোবাসেন। তিনি ইন্টেরিয়র ডেকোরেশনেও পারদর্শী। নিজের বাড়ি তিনি নিজেই নকশা করে গড়ে তুলেছেন। তার বাগানও সাজিয়েছেন দৃষ্টিনন্দনভাবে, সেখানে অনেক দুষ্প্রাপ্য গাছও রয়েছে।

আয়না নামে তার একটি অনলাইন বুটিক শপ রয়েছে। সেখানে তিনি নিজের তৈরি নানা রকম পোশাক বিক্রি করেন। ভবিষ্যতে তিনি নিজের শিল্পকর্ম আরও বড় পরিসরে বিপণন করতে আগ্রহী।

ড্রাগনবোটের গল্প : পিতৃভক্ত কন্যা সাও ই

চীনের ঐতিহ্যবাহী উৎসব ড্রাগন বোট উৎসব। চীনা ভাষায় একে বলা হয় তুয়ান উ চিয়ে। এই উৎসবের পিছনে রয়েছে অনেকগুলো কাহিনী বা মিথ। এর মধ্যে একটি মিথ হলো বাবার প্রতি কন্যার অপরিসীম ভালোবাসাকে কেন্দ্র করে। চলুন শোনা যাক সেই গল্প।

ড্রাগন বোট উৎসবের সূচনার পিছনে অনেকগুলো কিংবদন্তির একটি হলো পিতার প্রতি এক কন্যার শ্রদ্ধা ও ভালোবাসার কাহিনী। এই কাহিনীটি ১৩০ থেকে ১৪৩ খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত ঘটনার বিবরণ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn