আকাশ ছুঁতে চাই ৭৩
৭৭ বছর বয়সী সাং সিউচু ছিলেন একজন অটোমেটিক কনট্রোল ইঞ্জনিয়ার। বেইজিংয়ের বাসিন্দা এই নারী ৬২ বছর বয়সে অবসর গ্রহণ করেন। ১.৭ মিটার দীর্ঘ সাংয়ের সঙ্গে একজন মডেলিং কোচের আলাপ হয় হঠাৎ করে। তিনি বেইজিংয়ের ফাংথাই জেলার সিনিয়র মডেল টিমে যোগ দেন। বেইজিং ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক, প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়ে দর্শকদের কাছ থেকে সাদর সম্ভাষণ পেয়েছেন। তার মডেলিং ক্যারিয়ার এখন বেশ ভালো অবস্থায় রয়েছে।
থাং আইআই ছিলেন সরকারী কর্মকর্তা। অবসরের পর তিনি চিক গ্র্যান্ডমা দলে যোগ দিয়েছেনে এবং বেশ আনন্দের সঙ্গে মডেলিং করছেন।
এই দলের আরেকজন মডেল কুয়ো লিরং মনে করেন, শখ ও আনন্দ অর্জনের জন্য বয়স কোন বাধা নয়। প্রতিটি বয়সের রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য।
চিক গ্র্যান্ড মা দল মনে করে মানুষের সৌন্দর্য বয়সের উপর নির্ভর করে না। সব বয়সের মানুষই সুন্দর হতে পারে।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
মা দিবস প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
চিক গ্র্যান্ডমা প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী