আকাশ ছুঁতে চাই ৭৩
তবে সামাজিক বিশ্লেষক এবং শিক্ষাবিদদের কেউ কেউ মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে, মা মানেই আত্মত্যাগ, মা মানেই সংসার এবং সন্তানের জন্য সর্বস্ব উজাড় করে দেয়ার সর্বোচ্চ সামাজিক চাপ।
প্রতিটি দিনের প্রতিটা মুহূর্ত সন্তান ভালো থাকুক এমন চাওয়ার পাশাপাশি সন্তানকে ভালো রাখার চেষ্টায় জীবনের সবটুকু উজার করে দেন সমাজের বেশির ভাগ মা ই। কিন্তু অনেক সময় উলটো চিত্র দেখা যায় মায়ের বেলায়। এই মমতাময়ী মাকেই সন্তানের কাছে হতে হয় হেয় প্রতিপন্ন। তবে এর সংখ্যা খুব বেশি নয় এবং দিন দিন সচেতনতা বৃদ্ধি এবং মানসিক উন্নয়নের মাধ্যমে এমন অবস্থার পরিবর্তন আসছে বলে মনে করেন বিশ্লেষকরা।
প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিক সময়ে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী। ১৯০৫ সালে যুক্তরাষ্ট্রের আনা জারভিস নামের একজন নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের কাজকে স্মরণীয় করে রাখার জন্য ওই বছর তিনি তার সান ডে স্কুলে প্রথম এ দিনটি মাতৃদিবস হিসেবে পালন করেন।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববারকে মায়েদের জন্য উৎসর্গ করে দিবসটি পালন শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমেরিকার পাশাপাশি মা দিবস এখন বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মানসহ শতাধিক দেশে মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।
চিক গ্র্যান্ডমা
মানুষের জীবনে সৌন্দর্য বয়সের উপর নির্ভর করে না। সব বয়সেই মানুষ হয়ে উঠতে পারে সুন্দর। প্রবীণ বয়সেও র্যাম্পে হেঁটে তা প্রমাণ করেছেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ নারী মডেল। তাদের কথা শুনবো প্রতিবেদনে।
চিক গ্র্যান্ড মা নামে পরিচিতি তারা। আন্তর্জাতিক প্লাটফর্মেও করছেন মডেলিং। হাঁটছেন ফ্যাশন শোর র্যাম্পে । কিন্তু তারা কেউ প্রফেশনাল মডেল নন। আর সবচেয়ে বড় কথা এই মডেলদলের সদস্যদের গড় বয়স ৬৮ এর বেশি। এদের মধ্যে কয়েকজন আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, গবেষক, সমাজকর্মী। তারা ফ্যাশন ভালোবাসেন। তাই হাই হিল, ছিয়ংসাম পোশাক পরে, মেকআপ নিয়ে র্যাম্পে হাঁটছেন।