আকাশ ছুঁতে চাই ৭৩
রবীন্দ্রনাথের ছোটগল্প ‘দেনা পাওনা’, স্ত্রীর পত্র, অপরিচিতা, হৈমন্তী ইত্যাদির আলোচনা করে হোসনে আরা জলী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যকর্মের মাধ্যমে নারীর মানবাধিকার, মুক্তি এবং আর্থ-সামাজিক ও মনোজাগতিক স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান রেখেছেন।
হোসনে আরা জলী মা দিবস নিয়েও কথা বলেন। তিনি তার শিক্ষার্থীদেরকেও নিজের সন্তানের মতো মনে করেন। তিনি তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, তারা যেন নিজের মাকে সব সময় স্মরণ করে। তাহলে তাদের দ্বারা কোন নেতিবাচক আচরণ সম্ভবহবে না।
গান:
পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত
সুপ্রিয় শ্রোতা, চীনে রবীন্দ্রনাথ অনেক বছর ধরেই খুব জনপ্রিয়। ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর চীন সফর করেন। তারপর থেকেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সাহিত্য চর্চা শুরু হয়।
এখন আমরা পিকিং বিশ্ববিদ্যালয়ের চীনা ছাত্রছাত্রীদের কণ্ঠে শুনবো একটি রবীন্দ্রসংগীত।
মা দিবস
গেল রোববার পালিত হয়েছে বিশ্ব মা দিবস। মাত্র এক অক্ষরের শব্দ হলেও পৃথিবীর সবচেয়ে মধুর শব্দই ‘মা। বিশ্বজুড়ে প্রতিবছরই মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় মা দিবস। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গেল রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এবছর মা দিবসকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দিতে আলোচনা সভার আয়োজন করা হয়। তবে এই দিনটি ঈদের ছুটির পর পরই হওয়ায় কর্মসূচি ছিল কম। মানুষের উপস্থিতিও ছিল কিছুটা কম।
বেশির ভাগ মানুষই মনে করেন, কোনো বিশেষ দিনক্ষণ ঠিক করে মায়ের জন্য ভালোবাসা নির্ধারণ করা যেমন সম্ভব নয় তেমনি প্রতিদিন জীবনের প্রতিটা ধাপেই মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে অব্যাহত।