বাংলা

আকাশ ছুঁতে চাই ৭৩

CMGPublished: 2022-05-12 17:55:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই ৭৩

যা থাকছে এবারের পর্বে

১. রবীন্দ্রসাহিত্যে নারীর জীবন- সাক্ষাৎকার ড. হোসনে আরা জলি

২. গান. পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

৩. মা দিবস

৪. চিক গ্র্যান্ড মা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন।

সুপ্রিয় শ্রোতা সম্প্রতি পালিত হয়েছে বিশ্ব মা দিবস এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিবস।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিপুল রচনা সম্ভারের মধ্য দিয়ে মানব জীবনের সকল অধ্যায়কে স্পর্শ করেছেন। নারীর জীবন, বৈরী সমাজে নারীর অধিকারের লংঘন, তার মানবাধিকার, মুক্তির সংগ্রাম বিভিন্ন ভাবে রবীন্দ্রনাথের ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতায় প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রসাহিত্যে নারীর পরিস্ফূটন এবং মা দিবস নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলীর সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

রবীন্দ্রসাহিত্যে নারীর জীবন

সাক্ষাৎকার:

ড. হোসনে আরা জলী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্যে নারী চরিত্রের চিত্রনে তৎকালীন সামাজিক পরিস্থিতি যেমন প্রতিফলিত হয়েছে তেমনি রবীন্দ্রনাথের উদারনৈতিক চিন্তাধারাও ফুটে উঠেছে। তিনি চোখের বালি উপন্যাসের বিনোদিনী ও আশা চরিত্রদুটির বিশ্লেষণ করেন। বিনোদিনী প্রতিবাদী নারীর প্রতীক। অন্যদিকে আশালতা সনাতন রক্ষণশীল সমাজের পুতুল নারীর প্রতীক।

রবীন্দ্রনাথ চেয়েছিলেন নারীর আর্থ-সামাজিক ও মনোজাগতিক মুক্তি। তবে সেসময় সমাজের পরিস্থিতি ছিল অন্যরকম। জলী বলেন, গোরা উপন্যাসের ললিতা চরিত্র হলো প্রতিবাদী নারীর প্রতীক। ললিতা হার স্বীকার না করতে দৃঢ়প্রতিজ্ঞ। জলী মনে করেন, ললিতার এই দৃঢ় প্রতিজ্ঞা থেকে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারেন। তিনি শেষের কবিতা উপন্যাসের কেতকী এবং লাবণ্য চরিত্রের কথাও উল্লেখ করেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn