বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৭১

CMGPublished: 2022-04-27 20:34:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

খসড়াটি নারী পাচার সহ নারীর বিরুদ্ধে অপরাধ দ্রুত শনাক্ত ও পরিচালনা করার জন্য একটি "বাধ্যতামূলক প্রতিবেদন এবং স্ক্রিনিং প্রক্রিয়া" প্রস্তাব করেছে।

খসড়ায় বলা হয়েছে, বিবাহ নিবন্ধন প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং মহিলা সমিতিগুলি যদি সন্দেহ করে যে নারীরা পাচার বা অপহরণের শিকার হচ্ছে তাহলে তারা সেটি পুলিশকে জানাবে।প্রস্তাবিত এই আইনের মাধ্যমে নারীবান্ধব পরিবেশ সৃষ্টিতে আরও এগিয়ে যাবে চীন

উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজের সুখী ভুবন

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। এই অঞ্চলের একজন উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজ। নিজের কাজে তিনি খুব সন্তুষ্ট ও সুখী। চলুন শোনা যাক তার জীবনের গল্প।

স্বামী ও দুই সন্তান নিয়ে সুখের জীবন মাজিয়া নিয়াজের। উইগুর মুসলিম নারী মাজিয়া নিয়াজ একজন প্রি স্কুল শিক্ষিকা। ১২ বছর ধরে তিনি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করছেন। তার প্রতিদিনের সকাল শুরু হয় স্বামী, সন্তান ও নিজের জন্য নাশতা তৈরির মাধ্যমে।

এরপর দুই ছেলেকে তাদের স্কুলে পৌছে দিয়ে নিজের কর্মক্ষেত্রে যান তিনি। তার নিজস্ব গাড়ি আছে। নিজেই চালান। তার স্বামীও কর্মজীবী।

স্কুলে ছোট ছোট শিশুরা মাজিয়াকে ভীষণ ভালোবাসে। চীনের সব কিন্ডারগার্টেনের মতো সিনচিয়াংয়ের স্কুলেও খাবার এবং দুপুরে শিশুদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে। শ্রেণীকক্ষে শিশুদের খাবার খাওয়ানো তাদের দিবানিদ্রার ব্যবস্থা, তাদের প্রাক প্রাথমিক শিক্ষা, খেলাধুলার মাধ্যমে সহজ কিছু বিষয় শেখানো, ছবি আঁকা ইত্যাদি সব ব্যবস্থা মাজিয়া করেন আনন্দের সঙ্গে, যত্ন নিয়ে।

স্কুল ছুটির পর দুই ছেলেকে নিয়ে মাজিয়া ফেরেন তার শান্তিময় গৃহে। ছেলেরা সুস্থভাবে বড় হয়ে উঠবে এটাই তার চাওয়া। শিক্ষার্থী শিশুদেরও নিজের সন্তানের মতোই দেখেন তিনি।

উইগুর জাতির নারী মাজিয়া নিয়াজ নিজের শিক্ষা এবং পরিশ্রমে গড়ে তুলেছেন সুখী জীবন।

উইগুর জাতির লোকজ গান

সুপ্রিয় শ্রোতা , চীনের সিনচিয়াং অঞ্চলের লোকজ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলে বাসকারী উইগুর জাতি অত্যন্ত সংগীত প্রিয়। তাদের লোকজ সংগীতের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এখন আমরা শুনবো উইগুর জাতির একটি লোকসংগীত।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn