আকাশ ছুঁতে চাই পর্ব ৭১
কী থাকছে এবারের পর্বে
১. নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক প্রয়োজন, প্রতিবেদন
২. সমাজ উন্নয়নে এগিয়ে আসছেন তরুণ বয়সীরা: সাক্ষাৎকার
৩. নারী পাচার রোধে কঠোর আইন আসছে চীনে
৪. উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজের সুখী ভুবন
৫. উইগুর জাতির লোকজ গান
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।
বিশ্বব্যাপী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। বাংলাদেশেও দিন দিন বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা।
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে ব্যবসায়ী উদ্যোগগুলোতে চলছে নানা রকম চেষ্টা। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে পুরো বাজার ব্যবস্থাই চাঙ্গা হয়ে উঠেছে। রাজধানী ঢাকার বিভিন্ন শপিংমল ঘুরে এসে এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন চীন আন্তর্জাতীক বেতারের প্রতিবেদক রওজায়ে জাবিদা ঐশী।
নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক প্রয়োজন
বাংলাদেশে অনলাইন ভিত্তিক কিংবা সরাসরি- দু ধরনের ব্যবসাতেই নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেড়েছে। চলতি বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস জানিয়েছে, এক দশকের ব্যবধানে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। তবে উদ্যোক্তার সংখ্যা বাড়লেও নারী হিসেবে ব্যবসা করা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মুখেও পড়তে হচ্ছে নারীদের।
ফারজানা আরফিন নারী কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। পাশাপাশি জয়িতা ফাউন্ডেশনে নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন ফারজানা। তিনি বলেন, জয়িতা ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রী অনেক সহায়তা করেছেন। তবে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য আরও সহায়তা দরকার। সবচেয়ে বেশি দরকার নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য কার্যকরী নেটওয়ার্ক।
মূলত নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে স্বায়ত্তশাসিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জয়িতা ফাউন্ডেশন। এরই মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী একটি আলাদা নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।