বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৭১

CMGPublished: 2022-04-27 20:34:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী থাকছে এবারের পর্বে

১. নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক প্রয়োজন, প্রতিবেদন

২. সমাজ উন্নয়নে এগিয়ে আসছেন তরুণ বয়সীরা: সাক্ষাৎকার

৩. নারী পাচার রোধে কঠোর আইন আসছে চীনে

৪. উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজের সুখী ভুবন

৫. উইগুর জাতির লোকজ গান

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।

বিশ্বব্যাপী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। নারী উদ্যোক্তারাও পিছিয়ে নেই। বাংলাদেশেও দিন দিন বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যা। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা।

করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে ব্যবসায়ী উদ্যোগগুলোতে চলছে নানা রকম চেষ্টা। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে পুরো বাজার ব্যবস্থাই চাঙ্গা হয়ে উঠেছে। রাজধানী ঢাকার বিভিন্ন শপিংমল ঘুরে এসে এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন চীন আন্তর্জাতীক বেতারের প্রতিবেদক রওজায়ে জাবিদা ঐশী।

নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক প্রয়োজন

বাংলাদেশে অনলাইন ভিত্তিক কিংবা সরাসরি- দু ধরনের ব্যবসাতেই নারী উদ্যোক্তার সংখ্যা অনেক বেড়েছে। চলতি বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস জানিয়েছে, এক দশকের ব্যবধানে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। তবে উদ্যোক্তার সংখ্যা বাড়লেও নারী হিসেবে ব্যবসা করা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মুখেও পড়তে হচ্ছে নারীদের।

ফারজানা আরফিন নারী কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। পাশাপাশি জয়িতা ফাউন্ডেশনে নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন ফারজানা। তিনি বলেন, জয়িতা ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রী অনেক সহায়তা করেছেন। তবে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের জন্য আরও সহায়তা দরকার। সবচেয়ে বেশি দরকার নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনের জন্য কার্যকরী নেটওয়ার্ক।

মূলত নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে স্বায়ত্তশাসিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জয়িতা ফাউন্ডেশন। এরই মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য দেশব্যাপী একটি আলাদা নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তথ্য বলছে, জয়িতা ফাউন্ডেশনের আওতায় কর্মরত তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তা সমিতিগুলোর ব্যবসানুকূল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তোলা এবং বহুমূখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদেরকে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করাই এর কৌশলগত উদ্দেশ্য।

সাক্ষাৎকার:

সমাজ উন্নয়নে এগিয়ে আসছেন তরুণ বয়সীরা

বর্তমানে তরুণীরা বিভিন্ন রকম ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করছেন। তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেতৃত্বও দিচ্ছেন। এজন্য তারা যেমন পেশাগত ভাবে এগিয়ে যাচ্ছেন তেমনি পাশাপাশি সামাজিক সম্মানও অর্জন করছেন। আজ আমরা কথা বলবো এমনি একজন তরুণ উদ্যোক্তা এবং যুব উন্নয়নে ও পরিবেশ রক্ষায় বিশেষ সম্মান অর্জনকারী মোনালিসা মোনার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

তরুণ উদ্যোক্তা মোনালিসা মোনার পুরো নাম সৈয়দা মুরশেদা নাজনীন। তিনি একজন তরুণ উদ্যোক্তা। মোনা মনে করেন প্রতিটি নারীর নিজস্ব আইডেনটিটি প্রয়োজন। বাবা, ভাই, স্বামীর যতই উপার্জন থাকুক একজন নারীর নিজস্ব পেশা ও নিজস্ব আইডেনটিটি প্রয়োজন। এই ভাবনা থেকেই তিনি উদ্যোক্তা হয়ে ওঠেন।

তিনি জামদানি শাড়িসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ি বিক্রি করেন। তার আরেকটি পণ্য হলো চা পাতা। মোনা বললেন তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। করোনা মহামারীতে লকডাউনের সময় মোনা সিদ্ধান্ত নেন ঘরে বসে কিছু করার। তার শখ ছিল বিভিন্ন অঞ্চলের শাড়ি সংগ্রহ করা। এই শখকে পেশায় রূপান্তরিত করেন। জামদানি, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, মণিপুরী ইত্যাদি বিভিন্ন রকমের শাড়ি তিনি ক্রেতার কাছে পৌঁছে দেন।

মোনালিসা একটি বৈশ্বিক সংগঠন জিএলটিএস(গ্লোবাল ল থিংকারস সোসাইটি) এর সদস্য। তিনি সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে নেপাল ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক সম্মেলনে সম্মাননা পেয়েছেন।

পরিবেশ উন্নয়নে বিশ্বব্যপী বৃক্ষরোপণের আন্তর্জাতিক কর্মসূচীতেও রয়েছেন তিনি। তাদের লক্ষ্য হলো এক বছরে বাংলাদেশে দশ লাখ বৃক্ষরোপণ করা। তিনি মনে করেন নারী পুরুষ সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এইভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা আরও গতি পাবে।

নারী পাচার রোধে কঠোর আইন আসছে চীনে

চীনের আইনসমূহ নারী অধিকার রক্ষায় যথেষ্ট সহায়ক। নারীদের জন্য রয়েছে বেশ কিছু সুরক্ষামূলক আইন। সম্প্রতি নারী পাচার রোধে চীনে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। চীনা আইনপ্রণেতারা নারী পাচারের বিরুদ্ধে কঠোর নিয়ম প্রদানের জন্য একটি খসড়া আইন সংশোধনের কথা বিবেচনা করছেন।

নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা আইনের খসড়া সংশোধন দ্বিতীয়বার পড়ার জন্য সম্প্রতি ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটিতে জমা দেওয়া হয়েছিল।

খসড়াটি নারী পাচার সহ নারীর বিরুদ্ধে অপরাধ দ্রুত শনাক্ত ও পরিচালনা করার জন্য একটি "বাধ্যতামূলক প্রতিবেদন এবং স্ক্রিনিং প্রক্রিয়া" প্রস্তাব করেছে।

খসড়ায় বলা হয়েছে, বিবাহ নিবন্ধন প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং মহিলা সমিতিগুলি যদি সন্দেহ করে যে নারীরা পাচার বা অপহরণের শিকার হচ্ছে তাহলে তারা সেটি পুলিশকে জানাবে।প্রস্তাবিত এই আইনের মাধ্যমে নারীবান্ধব পরিবেশ সৃষ্টিতে আরও এগিয়ে যাবে চীন

উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজের সুখী ভুবন

চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। এই অঞ্চলের একজন উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজ। নিজের কাজে তিনি খুব সন্তুষ্ট ও সুখী। চলুন শোনা যাক তার জীবনের গল্প।

স্বামী ও দুই সন্তান নিয়ে সুখের জীবন মাজিয়া নিয়াজের। উইগুর মুসলিম নারী মাজিয়া নিয়াজ একজন প্রি স্কুল শিক্ষিকা। ১২ বছর ধরে তিনি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করছেন। তার প্রতিদিনের সকাল শুরু হয় স্বামী, সন্তান ও নিজের জন্য নাশতা তৈরির মাধ্যমে।

এরপর দুই ছেলেকে তাদের স্কুলে পৌছে দিয়ে নিজের কর্মক্ষেত্রে যান তিনি। তার নিজস্ব গাড়ি আছে। নিজেই চালান। তার স্বামীও কর্মজীবী।

স্কুলে ছোট ছোট শিশুরা মাজিয়াকে ভীষণ ভালোবাসে। চীনের সব কিন্ডারগার্টেনের মতো সিনচিয়াংয়ের স্কুলেও খাবার এবং দুপুরে শিশুদের বিশ্রামের ব্যবস্থা রয়েছে। শ্রেণীকক্ষে শিশুদের খাবার খাওয়ানো তাদের দিবানিদ্রার ব্যবস্থা, তাদের প্রাক প্রাথমিক শিক্ষা, খেলাধুলার মাধ্যমে সহজ কিছু বিষয় শেখানো, ছবি আঁকা ইত্যাদি সব ব্যবস্থা মাজিয়া করেন আনন্দের সঙ্গে, যত্ন নিয়ে।

স্কুল ছুটির পর দুই ছেলেকে নিয়ে মাজিয়া ফেরেন তার শান্তিময় গৃহে। ছেলেরা সুস্থভাবে বড় হয়ে উঠবে এটাই তার চাওয়া। শিক্ষার্থী শিশুদেরও নিজের সন্তানের মতোই দেখেন তিনি।

উইগুর জাতির নারী মাজিয়া নিয়াজ নিজের শিক্ষা এবং পরিশ্রমে গড়ে তুলেছেন সুখী জীবন।

উইগুর জাতির লোকজ গান

সুপ্রিয় শ্রোতা , চীনের সিনচিয়াং অঞ্চলের লোকজ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলে বাসকারী উইগুর জাতি অত্যন্ত সংগীত প্রিয়। তাদের লোকজ সংগীতের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। এখন আমরা শুনবো উইগুর জাতির একটি লোকসংগীত।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। চীনা ভাষা বলতে গেলে খাই চাই চিয়ে খুয়াইলা। ঈদ মোবারক।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা ও অডিও সম্পাদনা : শান্তা মারিয়া

নারীবান্ধব বিপণন নেটওয়ার্ক প্রয়োজন, প্রতিবেদন :রওজায়ে জাবিদা ঐশী

নারী পাচার রোধে কঠোর আইন আসছে চীনে এবং উইগুর শিক্ষিকা মাজিয়া নিয়াজের সুখী ভুবন প্রতিবেদন: শান্তা মারিয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn