বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৭১

CMGPublished: 2022-04-27 20:34:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তথ্য বলছে, জয়িতা ফাউন্ডেশনের আওতায় কর্মরত তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তা সমিতিগুলোর ব্যবসানুকূল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তোলা এবং বহুমূখী ব্যবসা উদ্যোগের জন্য নারীদেরকে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করাই এর কৌশলগত উদ্দেশ্য।

সাক্ষাৎকার:

সমাজ উন্নয়নে এগিয়ে আসছেন তরুণ বয়সীরা

বর্তমানে তরুণীরা বিভিন্ন রকম ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করছেন। তারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেতৃত্বও দিচ্ছেন। এজন্য তারা যেমন পেশাগত ভাবে এগিয়ে যাচ্ছেন তেমনি পাশাপাশি সামাজিক সম্মানও অর্জন করছেন। আজ আমরা কথা বলবো এমনি একজন তরুণ উদ্যোক্তা এবং যুব উন্নয়নে ও পরিবেশ রক্ষায় বিশেষ সম্মান অর্জনকারী মোনালিসা মোনার সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

তরুণ উদ্যোক্তা মোনালিসা মোনার পুরো নাম সৈয়দা মুরশেদা নাজনীন। তিনি একজন তরুণ উদ্যোক্তা। মোনা মনে করেন প্রতিটি নারীর নিজস্ব আইডেনটিটি প্রয়োজন। বাবা, ভাই, স্বামীর যতই উপার্জন থাকুক একজন নারীর নিজস্ব পেশা ও নিজস্ব আইডেনটিটি প্রয়োজন। এই ভাবনা থেকেই তিনি উদ্যোক্তা হয়ে ওঠেন।

তিনি জামদানি শাড়িসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ি বিক্রি করেন। তার আরেকটি পণ্য হলো চা পাতা। মোনা বললেন তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। করোনা মহামারীতে লকডাউনের সময় মোনা সিদ্ধান্ত নেন ঘরে বসে কিছু করার। তার শখ ছিল বিভিন্ন অঞ্চলের শাড়ি সংগ্রহ করা। এই শখকে পেশায় রূপান্তরিত করেন। জামদানি, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, মণিপুরী ইত্যাদি বিভিন্ন রকমের শাড়ি তিনি ক্রেতার কাছে পৌঁছে দেন।

মোনালিসা একটি বৈশ্বিক সংগঠন জিএলটিএস(গ্লোবাল ল থিংকারস সোসাইটি) এর সদস্য। তিনি সম্প্রতি বাংলাদেশ দলের সঙ্গে নেপাল ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক সম্মেলনে সম্মাননা পেয়েছেন।

পরিবেশ উন্নয়নে বিশ্বব্যপী বৃক্ষরোপণের আন্তর্জাতিক কর্মসূচীতেও রয়েছেন তিনি। তাদের লক্ষ্য হলো এক বছরে বাংলাদেশে দশ লাখ বৃক্ষরোপণ করা। তিনি মনে করেন নারী পুরুষ সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। এইভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা আরও গতি পাবে।

নারী পাচার রোধে কঠোর আইন আসছে চীনে

চীনের আইনসমূহ নারী অধিকার রক্ষায় যথেষ্ট সহায়ক। নারীদের জন্য রয়েছে বেশ কিছু সুরক্ষামূলক আইন। সম্প্রতি নারী পাচার রোধে চীনে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। চীনা আইনপ্রণেতারা নারী পাচারের বিরুদ্ধে কঠোর নিয়ম প্রদানের জন্য একটি খসড়া আইন সংশোধনের কথা বিবেচনা করছেন।

নারীর অধিকার ও স্বার্থ সুরক্ষা আইনের খসড়া সংশোধন দ্বিতীয়বার পড়ার জন্য সম্প্রতি ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটিতে জমা দেওয়া হয়েছিল।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn