আকাশ ছুঁতে চাই পর্ব ৬৯
লোকজ ঐতিহ্য ধারণ করে বাংলার নারী
আজ পহেলা বৈশাখে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে বাংলাদেশ। পহেলা বৈশাখের লোকজ উৎসবে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। বৈশাখের পিঠাপুলি তৈরি, আল্পনা আঁকা, মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা সবকিছুতেই রয়েছে নারীর প্রাণবন্ত উপস্থিতি।
বলতে গেলে লোকজ সংস্কৃতি নারী ধারণ করে এবং পৌছে দেয় প্রজন্মান্তরে। বাংলা ছড়া, রুপকথা, উপকথা মা, নানীদাদীর কাছ থেকে শোনে শিশু। নকশী কাঁথার বুননে নারীরা ফুটিয়ে তোলেন বাংলার প্রকৃতির রূপ।
লোকজ রীতিনীতি পালনেও নারীরা অগ্রণী ভূমিকা পালন করেন।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। সবাইকে বাংলা নববর্ষের শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলা ১৪২৯ সাল সকলের জন্য শুভ ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা ও অডিও সম্পাদনা : শান্তা মারিয়া
রংতুলির আঁচড়ে রবীন্দ্রনাথ প্রতিবেদন, রওজায়ে জাবিদা ঐশী, অনুবাদ : ওয়াং ছুই ইয়াং জিনিয়া
সিনচিয়াংয়ের সুখী শিক্ষিকা এবং লোকজ ঐতিহ্য ধারণ করে বাংলার নারী, প্রতিবেদন: শান্তা মারিয়া