আকাশ ছুঁতে চাই ৬৮
ফুল, লতাপাতা, পাখি, মানুষসহ নানারকম চিত্র ফুটিয়ে তোলা হয় এই ব্রোকেডে। ২০০ এর বেশি সিলানখাপু নকশা রয়েছে। সিলানখাপু নকশায় জড়িয়ে রয়েছে থুচিয়া জাতির নারীদের আবেগ এবং কারুশিল্পে দক্ষতার পরিচয়।
সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া
নারী শিক্ষার গুরুত্ব বাড়াতে বৈশ্বিক সিম্পোজিয়াম: প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
স্কুলের পথে সিনচিয়াংয়ের মিরজানরা এবং নারীদের বিশেষ কারুশিল্প সিলানখাপু ব্রোকেড:প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী