বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৮

CMGPublished: 2022-04-06 19:26:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০০৮ সালে থাক্সখোরগানে একটা স্কুলনীতি গ্রহণ করা হয়। কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত সব শিশুদের জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা হয়। বোর্ডি স্কুলেরও ব্যবস্থা করা হয়।

বছর দশেক আগেও এখানকার শিশুদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের পরিমাণ কম ছিল। হাইস্কুল পাশ করে তারা হয়তো পশুপালকের জীবিকা বেছে নিতো। মেয়েদের বিয়ে হয়ে যেত অল্প বয়সেই। কিন্তু এখন তারা ক্রীড়াবিদ, মডেল এমনকি নভোচারী হচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণ করে তারা নানা ধরনের পেশায় যাচ্ছে। পিছিয়ে নেই নারীরাও।

এখন অবকাঠামোগত উন্নয়ন তাদের শিক্ষাগ্রহণের পথকে সুগম করেছে। শিক্ষাগ্রহণের হার ২০০৬ সালে ৭৫ শতাংশ থেকে বর্তমানে ১০০ শতাংশ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাগ্রহণের হারও এখন শতভাগ। মিরজানের মতো মেয়ে শিশুরা তাই এগিয়ে চলেছে জীবনের পথে।

গান: তাজিক লোকগীতি

চীনের সিনচিয়াংয়ে তাজিক জাতির মুসলিমরা বাস করেন। তাদের লোকজ সংগীত অত্যন্ত সমৃদ্ধ। তাজিক জাতির একটি বিখ্যাত লোকগান হলো গুলিবিতা। এর অর্থ হলো সুন্দর ফুল কেন এত লাল। এই লোকগানটিতে তাজিক জাতির একটি ভালোবাসার কাহিনী তুলে ধরা হয়। গানটি দ্বৈতকন্ঠে পরিবেশন করেছেন দুজন তাজিক লোকশিল্পী।

নারীদের বিশেষ কারুশিল্প সিলানখাপু ব্রোকেড

চীনের এক অনন্য কারুশিল্প সিলান খাপু ব্রোকেড। এই হস্তশিল্পের সঙ্গে নারীদের রয়েছে বিশেষ সংযোগ।

চীনের একটি বিশেষ জাতিগোষ্ঠি হলো থুচিয়া জাতি। চাংচিয়াচিয়ের থুচিয়া জাতিগোষ্ঠির হস্তশিল্প হলো সিলানখাপু ব্রোকেড।

থুচিয়া জাতির একজন নারীর জন্য এই বয়নশিল্প খুব গুরুত্বপূর্ণ। থুচিয়া মেয়েরা ১১/১২ বছর বয়স থেকেই বড়বোন বা মায়ের কাছে এই শিল্প শিখতে শুরু করে। সে যখন পূর্ণবয়স্ক হয়ে বিয়ে করে তখন তার যোগ্যতা পরিমাপের একটি অংশ হলো সে কত ভালো সিলানখাপু বুনতে পারে। তার হাতে বোনা ব্রোকেড বিয়ের উপহার হিসেবে গণ্য হয়।

থুচিয়া নারীদের বিয়ের পোশাকে কনের হাতে বোনা সিলানখাপু ব্রোকেড থাকে। কনের ঘোমটা বা ওড়না তৈরি হয় এই ব্রোকেডে। বিয়ের পর তার দামী পোশাকেও থাকে এই নকশা। আর কখনও যদি তার স্বামী একা দূরে কোথাও যায় তাহলে স্ত্রী সিলানখাপু নকশায় বোনা কাপড় দিয়ে তার ব্যাগ বেঁধে দেয়। এর মাধ্যমে সে ভ্রমণে মানসিকভাবে স্বামীর সঙ্গী হয়। সিলানখাপু চীনের পাঁচটি প্রধান ব্রোকেড কাপড়ের অন্যতম।

এই কাপড়ে বিছানার চাদর, বালিশ, লেপের কভার ইত্যাদিও তৈরি করা হয়। সোফার কুশনকাভার হিসেবেও এর ব্যবহার রয়েছে। এর রয়েছে হাজার বছরের ইতিহাস।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn