আকাশ ছুঁতে চাই ৬৮
জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারী শিক্ষার বিস্তার বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। চীনের বেইজিংয়ে সম্প্রতি মেয়েশিশু ও নারী শিক্ষা এবং টেকসই উন্নয়ন" থিমযুক্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সমাজে নারী শিক্ষার বিস্তারের মূল বিষয়গুলো এবং শিক্ষা ক্ষেত্রগুলো চিহ্নিত করতে সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই হলো এই সিম্পোজিয়ামের লক্ষ্য।
সিম্পোজিয়ামে চীনের শিক্ষা বিষয়ক উপমন্ত্রী তিয়ান সুয়েচুন বলেন, শিক্ষা বিষয়ক যেকোনো ক্ষেত্রেই নারী পুরুষের সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রস-সেক্টর অংশীদারিত্বের মাধ্যমে টেকসই উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক পরিবেশ তৈরির নিশ্চয়তা দিতে ডিজিটাল পরিবর্তনের আহ্বান জানান মন্ত্রী।
ইউনেস্কোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়াননিনি বলেন, নারীদের শিক্ষার অধিকার রক্ষায় এবং সামাজিক উন্নয়নে শিক্ষাকে জনসাধারণের জন্য কল্যাণকর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আর জনগণের যৌথ প্রচেষ্টাতেই এটি সম্ভব বলে মনে করেন তিনি।
শিক্ষাকে সমাজের অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত বলেও মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
স্কুলের পথে সিনচিয়াংয়ের মিরজানরা
চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের শিশুদের মধ্যে শিক্ষাগ্রহণের আগ্রহ দিনে দিনে বাড়ছে। ছেলে শিশুদের পাশাপাশি মেয়েশিশুরাও আগের চেয়ে অনেক বেশি শিক্ষাগ্রহণ করছে।
উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াং। থাক্সখোরগান তাজিক স্বায়ত্বশাসিত কাউন্টির ছোট্ট একটি গ্রাম রেসখাম। এই গ্রামের ১১ বছর বয়সী মেয়ে আয়িজমাল মিরজান। মিরজান স্কুলে যাচ্ছে।
বাসে চড়ে পামির মালভূমির ভিতরে পাহাড়ি পথ ধরে স্কুলে যাচ্ছে মিরজান ও তার বন্ধুরা। এই প্রথম এই শিশুরা এমন চমৎকার হলুদ বাসে চড়ে স্কুলে যেতে পারছে। এই বাস দেখতে ঠিক সিনেমায় দেখা বাসের মতো।
৬ ঘন্টা পথ পাড়ি দিয়ে ২৫০ কিলোমিটার দূরে স্কুলে পৌছায় তারা। আগের দিনে হলে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে ঘোড়া, উট বা মোটর সাইকেলে চড়ে কয়েকদিন লেগে যেত। মিরজানের মতো মেয়েশিশুদের তো অত দূরের বোর্ডিং স্কুলে পাঠানোর কথা তাদের বাবা মায়েরা ভাবতেই পারতেন না।