বাংলা

আকাশ ছুঁতে চাই ৬৮

CMGPublished: 2022-04-06 19:26:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কী থাকছে এবারের পর্বে

১. সাক্ষাৎকার: দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে- স্থপতি সানজিদা শামস ঊর্মি

২. নারী শিক্ষার গুরুত্ব বাড়াতে বৈশ্বিক সিম্পোজিয়াম

৩. স্কুলের পথে সিনচিয়াংয়ের মিরজানরা

৪. গান: তাজিক লোকগীতি

৫. নারীদের বিশেষ কারুশিল্প সিলানখাপু ব্রোকেড

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

বাংলাদেশে স্থাপত্য পেশায় নারীর অংশগ্রহণ খুব বেশি দিনের নয়। মুষ্ঠিমেয় নারী এই পেশায় সাফল্য অর্জন করেছেন এবং এগিয়ে যাচ্ছেন। স্থাপত্য পেশায় নারীর অংশগ্রহণ ও চ্যালেঞ্জ নিয়ে আজ আমরা কথা বলবো স্থপতি সানজিদা শামস ঊর্মির সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে- স্থপতি সানজিদা শামস ঊর্মি

সাক্ষাৎকার

সানজিদা শামস ঊর্মি দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে স্থপতি হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রথমেই তিনি শোনালেন তার স্থপতি হয়ে ওঠার গল্প। স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার একজন গৃহশিক্ষক ছিলেন আর্কিটেকচারের শিক্ষার্থী। তার কাছ থেকেই তিনি স্থাপত্য কৌশলে পড়ার প্রেরণা পান। বুয়েট থেকে আর্কিটেকচারে পাশ করেন সানজিদা। তিনি কখনও নারী-পুরুষ বৈষম্যে বিশ্বাস করেন না। তাই পুরুষ সহপাঠীদের সঙ্গে একইভাবে কঠোর পরিশ্রমে লেখাপড়া ও অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তিনি পাশ করেন। কিন্তু পেশায় প্রবেশের পর অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাকে। নারী বলে অধীনস্তরা তাকে অবজ্ঞা করার চেষ্টা করে।

নির্মাণ সাইটে স্থানীয়দের সঙ্গে কাজেওে কিছুটা সমস্যা পোহাতে হয়। কিন্তু সাহস ও দৃঢ়তার সঙ্গে তিনি সব সমস্যার মোকাবেলা করেন। সানজিদা বেশি কাজ করেছেন ইন্টেরিয়র এবং রিসোর্ট নির্মাণে। শ্রীমঙ্গল ও বান্দরবানে রিসোর্টের নকশা করেছেন তিনি। পরিবেশ , দেশীয় ঐতিহ্য এবং কাঁচামালের সহজলভ্যতার উপর তিনি গুরুত্ব দেন। নতুন যারা আসছে তাদেরকে তিনি ফিল্ডে যাওয়ার এবং সাহসের সঙ্গে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সাক্ষাৎকারে নিজের চীন ভ্রমণের অভিজ্ঞতাও তুলে ধরেন সানজিদা শামস ঊর্মি

নারী শিক্ষার গুরুত্ব বাড়াতে বৈশ্বিক সিম্পোজিয়াম

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে নারী এবং মেয়েদের শিক্ষার প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত একটি বৈশ্বিক সিম্পোজিয়াম থেকে এমন মতামত উঠে আসে বিশেষজ্ঞদের। তারা মনে করেন, শিক্ষা ব্যবস্থায় আরো পরিবর্তন ঘটিয়ে নারীদের সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক উন্নয়নের বিপ্লব ঘটানো সম্ভব।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn