বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৬১

CMGPublished: 2022-02-17 18:41:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই পর্ব ৬১

কী থাকছে এবারের অনুষ্ঠানে

১. ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ: সাক্ষাৎকার আফরোজা পারভীন

২. চীনের স্বর্ণকন্যা কু আইলিং

৩. শত প্রতিকূলতাতেও হার মানেনি দল: চীনা নারী ফুটবল দলের কোচ

৪. বাংলাভাষায় অলিম্পিকের গান

৫. কথিকা: ভাষা আন্দোলনে বাংলার নারী

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

ভাষার মাস ফেব্রুয়ারি চলছে। সকল ভাষা শহীদ ও ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে নারী পুরুষ সম্মিলিতভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে নারীদের রয়েছে বিপুল অবদান ।

সাক্ষাৎকার:

ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ: আফরোজা পারভীন

ভাষা আন্দোলনে নারীর অংশগ্রহণ প্রসঙ্গে আজ আমরা কথা বলবো এদেশের প্রথিতযশা লেখক ড. আফরোজা পারভীনের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

আফরোজা পারভীন ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে সেখানে বাংলার নারীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বলেন। তিনি উদাহরণ দেন ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক আবুল কাশেমের পরিবারের নারী সদস্যদের আত্মত্যাগের। অধ্যাপক আবুল কাশেমের স্ত্রী রাহেলা বেগম এবং অন্যান্য নারী সদস্যরা ভাষা আন্দোলনকে সক্রিয় সহযোগিতা দিয়েছিলেন। ইডেন কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। আফরোজ পারভীন বলেন, ‘সব আন্দোলন সংগ্রামেই নারীর সক্রিয় অংশগ্রহণ এবং ত্যাগ থাকলেও তাদের অবদানের কথা সেভাবে উচ্চারিত হয় না।

আফরোজা পারভীনের এখন পর্যন্ত ১১৫টি বই প্রকাশিত হয়েছে। একজন লেখক হিসেবে আফরোজা পারভীন মনে করেন, ভাষা আন্দোলন না হলে তিনি কখনও লেখক হতে পারতেন না। কারণ মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় সৃজনশীল লেখালেখি করে সাফল্য পাওয়া একরকম অসম্ভব।

আফরোজা পারভীন মনে করেন সর্বস্তরে বাংলাভাষার চর্চা ও মর্যাদা বাড়াতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাভাষার চর্চায় আরও মনোযোগী হয় সেজন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নিতে হবে।

চীনের স্বর্ণকন্যা কু আইলিং

বেইজিং অলিম্পিক গেমস ২০২২ এর আসরে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ক্রীড়াবিদ কু আইলিং। তিনি বাবা মায়ের সঙ্গে বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে অপার সম্ভাবনা থাকার পরও শিকড়ের টানে চীনে ফিরে আসেন কু আইলিং। সিদ্ধান্ত নেন চীনের হয়ে অলিম্পিক্সে অংশ নেওয়ার। নানা বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চীনের পোশাক পরে নেমে পড়েন অলিম্পিক্সের ময়দানে। আর সেখানেই গড়লেন ইতিহাস। ফ্রি-স্টাইল স্কিয়িংয়ে চীনের হয়ে স্বর্ণ জয় করেছেন এই তরুণী। খেলার মাঠের মতো ফ্যাশন জগতেও দারুণ সফল কু আইলিং। বিস্তারিত প্রতিবেদনে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn