আকাশ ছুঁতে চাই পর্ব ৬১
চীনের নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান কাপ জয় করেছে। শত প্রতিকূলতার মধ্যেও হার না মানায় দলকে ধন্যবাদ জানিয়েছেন চীনা নারী ফুটবল দলের হেড কোচ। পাশাপাশি দলের খেলোয়াড়দের অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। এএফসি নারী এশিয়ান কাপের এই জয় তাদের অগ্রযাত্রায় আরো বড় ভূমিকা রাখবে বলে মনে করেন এই প্রধান কোচ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
নানা প্রতিকূলতার মধ্যেও হাল ছেড়ে না দিয়ে এএফসি নারী এশিয়ান কাপ ফাইনাল জয় করায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন চীনের জাতীয় মহিলা ফুটবল দলের প্রধান কোচ শুই ছিংসিয়া। গেল সপ্তাহে এ অভিনন্দন জানান তিনি। চায়না মিডিয়া গ্রুপকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শুই ছিংসিয়া বলেন, ‘ম্যাচের শেষে একটি গোল করায় আমাদের খেলোয়াড়দের সক্ষমতা প্রমাণ হয়েছে। আমি মনে করি সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল শেষ শট।’
ম্যাচের সবচেয়ে কঠিন সময়ের কথা স্মরণ করে শুই বলেন, প্রথমার্ধে খেলোয়াড়দের অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে শুই বলেন, তাদের অব্যাহত প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমের কারণেই এই জয় সম্ভব হয়েছে। এটি চীনা নারী ফুটবল দলের চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে সমর্থকদের অনুপ্রেরণা চীনা নারী ফুটবল দলকে আরো আগিয়ে যেতে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
ভাষা আন্দোলনে বাংলার নারী
বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৪৮ সাল থেকেই শুরু হয় তৎকালীন পূর্বপাকিস্তানের জনগণের আন্দোলন। ১৯৪৮ সালের ১১ মার্চ বাংলাভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবীতে রাজপথে মিছিল করেন ছাত্র জনতা। ১৯৫২ সালে শুরু হয় ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়। একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক জব্বারসহ ভাষা শহীদদের রক্তে। একুশ ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামা ভাষা সৈনিকদের প্রথম মিছিলটি ছিল নারীদের।
ভাষা আন্দোলনে যে নারীরা অবদান রেখেছেন তাদের মধ্যে সারা তৈফুর , সুফিয়া ইব্রাহীম, শামসুন্নাহার, সুরাইয়া হাকিম, সুফিয়া আহমেদ, জুলেখা হক, শরিফা খাতুন, হালিমা খাতুন, আনোয়ারা বেগম, প্রতিভা মুৎসুদ্দি, রওশন আরা বাচ্চু, নাদেরা বেগম, মোমতাজ বেগম প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য।
একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ দিবস এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। মহান ভাষা আন্দোলনের ভাষা শহীদ এবং ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।
আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা : শান্তা মারিয়া
শত প্রতিকূলতাতেও হার মানেনি দল: চীনা নারী ফুটবল দলের কোচ, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
চীনের স্বর্ণকন্যা কু আইলিং: প্রতিবেদন তানজিদ বসুনিয়া
ভাষা আন্দোলনে বাংলার নারী, কথিকা: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী