আকাশ ছুঁতে চাই ৫৯
আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
নারীবাদী লেখককের তকমা ধারণ করিনি- জুনান নাশিত
জুনান নাশিত জানালেন তার ছোটবেলার কথা। ছোটবেলায় তিনি শিউলি ফুল নিয়ে ছড়া লিখেছেন। নবম শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম কবিতা লেখেন গভীর এক কষ্ট থেকে। কবিতাটির নাম ‘স্টিম রোলার’। পরবর্তিকালে ঢাকায় এসে তিনি রেডিওর অনুষ্ঠানে যুক্ত হন। সেখানে কয়েকজন কবির সঙ্গে আলাপের পর তিনি কবিতা প্রকাশের প্রেরণা পান। বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। ২০০১ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ‘কুমারী পাথর’ নামে। বর্তমানে তার বইয়ের সংখ্যা ১৫ যার মধ্যে ৭টি কবিতার বই। তার সর্বশেষ প্রকাশিত কবিতার বইয়ের নাম বেইলি রোডে বাল্মিকী।
জুনান নাশিত মনে করেন নারীদের লেখালেখি জগতটা পুরুষের চেয়ে কঠিন। কারণ নারীকে সংসারের কাজ, সন্তান লালন পালনের কাজও করতে হয়। লেখার সময়, পড়ার সময় বের করে নেয়া তার জন্য যথেষ্ট কঠিন হয়ে পড়ে। জুনান নাশিত ‘নারীবাদী’ লেখকের তকমা গ্রহণ করেননি। তবে তার লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই উঠে আসে নারীর দহন, সংগ্রাম, আত্মগ্লানি, আত্মমর্যাদা, বিরহ, ভালোবাসা, যন্ত্রণা ইত্যাদি গভীর অনুভূতি। তিনি সমাজের কে কি বললো তা নিয়ে মাথা ঘামান না। জুনান নাশিত চান অব্যহতভাবে লেখালেখি চালিয়ে যেতে।
এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড
এককভাবে প্লেন চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করা সর্বকনিষ্ঠ নারী হিসেবে রেকর্ড গড়লেন বেলজিয়ান-ব্রিটিশ কিশোরী জারা রাদারফোর্ড। বিস্তারিত প্রতিবেদনে:
জারা রাদারফোর্ড সবচেয়ে কমবয়েসী নারী হিসেবে প্লেন চালিয়ে বিশ্ব ভ্রমণের রেকর্ড করেছেন সম্প্রতি। ঊনিশ বছর বয়সী জারা ৫২টি দেশের উপর দিয়ে ৫১,০০০ কিলোমিটার পথ এককভাবে উড়ে তার পাঁচ মাসের বিশ্বভ্রমণ সম্পন্ন করেন।২০ জানুয়ারি তিনি বেলজিয়ামের কর্ট্রিজক-ওয়েভেলগেম বিমানবন্দরে ফিরে আসেন। গত বছরের ১৮ আগস্ট বিশ্ব ভ্রমণ শুরু করেছিলেন জারা।