বাংলা

আকাশ ছুঁতে চাই ৫৯

cmgPublished: 2022-02-03 16:21:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থাকছে এবারের পর্বে

১. অলিম্পিকে ফিগার স্কেটার চু ই

২. অলিম্পিকের গান: যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য

৩. নারীবাদী লেখককের তকমা ধারণ করিনি- জুনান নাশিত

৪. এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড

৫. সিনচিয়াংয়ের হামরাগুল

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। অনুষ্ঠানের শুরুতে সবাইকে জানাই চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা। সিন ছুন খুয়াইলা।

আগামি কাল চীনে শুরু হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ২০২২। শীতকালীন এই অলিম্পিক আসরের ফলে চীনে শীতকালীন খেলাধুলার প্রতি সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

এ গেমসে অসংখ্য লড়াকু খেলোয়াড় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ফিগার স্কেটার চু ই একজন। এবারের আসরে ১৯ বছরের চীনা এ তরুণী খেলোয়াড়ও অংশ নিয়েছেন। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ খুশি চু। বিস্তারিত প্রতিবেদনে:

অলিম্পিকে ফিগার স্কেটার চু ই

শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২ এ চীনের প্রতিনিধিত্ব করছেন ফিগার স্কেটার চু ই। ১৯ বছর বয়সী এই তরুণী অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছেন। এতে কিছুটা বাড়তি চাপ অনুভব করলেও ভয়কে জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

এখানে খেলার সুযোগ তাকে আরো ভালো কিছু করার প্রেরণা যোগায়। তিনি বলেন, ‘আমি আমার নার্ভাসনেসকে ব্যবহার করে আরো ভালো পারফর্ম করতে চাই। আমার কোচ, সতীর্থ এবং বন্ধুরাসহ সবাই এখানে আমাকে সমর্থন করছে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

একজন চীনা নাগরিক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অনেক সম্মান ও গৌরবের বিষয় বলে মনে করেন এই তরুণী। দক্ষতা দিয়ে বিশ্বের কাছে চীনকে মেলে ধরার স্বপ্ন দেখেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে চীনা বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া চু খুব অল্প বয়সেই ইউনাইটেড স্টেটস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে শিশু বিভাগ থেকে শিরোপা জয় করেন।

অলিম্পিকের গান: যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপের বিদেশি ভাষা উপস্থাপক এবং এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ১৫টি দেশের ২০ জনেরও বেশি কণ্ঠশিল্পীর অংশগ্রহণে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের শ্লোগানের প্রোমো সংগীত ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’ মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

১৬টি ভাষা সংস্করণের ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’ মিউজিক ভিডিও সম্প্রতি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, জাপান, মঙ্গোলিয়া, লাওস, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইরান, তুরস্ক, ইসরাইল ও কেনিয়ার মিডিয়াতে প্রচারিত হয়েছে।

চলুন গানটি শোনা যাক।

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই ভাষার মাসে আমরা কথা বলবো লেখালেখি নিয়ে। নারীর চিন্তা ও মননের জগৎ নিয়ে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক জুনান নাশিত।

আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

নারীবাদী লেখককের তকমা ধারণ করিনি- জুনান নাশিত

জুনান নাশিত জানালেন তার ছোটবেলার কথা। ছোটবেলায় তিনি শিউলি ফুল নিয়ে ছড়া লিখেছেন। নবম শ্রেণিতে পড়ার সময় তিনি প্রথম কবিতা লেখেন গভীর এক কষ্ট থেকে। কবিতাটির নাম ‘স্টিম রোলার’। পরবর্তিকালে ঢাকায় এসে তিনি রেডিওর অনুষ্ঠানে যুক্ত হন। সেখানে কয়েকজন কবির সঙ্গে আলাপের পর তিনি কবিতা প্রকাশের প্রেরণা পান। বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। ২০০১ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ‘কুমারী পাথর’ নামে। বর্তমানে তার বইয়ের সংখ্যা ১৫ যার মধ্যে ৭টি কবিতার বই। তার সর্বশেষ প্রকাশিত কবিতার বইয়ের নাম বেইলি রোডে বাল্মিকী।

জুনান নাশিত মনে করেন নারীদের লেখালেখি জগতটা পুরুষের চেয়ে কঠিন। কারণ নারীকে সংসারের কাজ, সন্তান লালন পালনের কাজও করতে হয়। লেখার সময়, পড়ার সময় বের করে নেয়া তার জন্য যথেষ্ট কঠিন হয়ে পড়ে। জুনান নাশিত ‘নারীবাদী’ লেখকের তকমা গ্রহণ করেননি। তবে তার লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতেই উঠে আসে নারীর দহন, সংগ্রাম, আত্মগ্লানি, আত্মমর্যাদা, বিরহ, ভালোবাসা, যন্ত্রণা ইত্যাদি গভীর অনুভূতি। তিনি সমাজের কে কি বললো তা নিয়ে মাথা ঘামান না। জুনান নাশিত চান অব্যহতভাবে লেখালেখি চালিয়ে যেতে।

এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড

এককভাবে প্লেন চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করা সর্বকনিষ্ঠ নারী হিসেবে রেকর্ড গড়লেন বেলজিয়ান-ব্রিটিশ কিশোরী জারা রাদারফোর্ড। বিস্তারিত প্রতিবেদনে:

জারা রাদারফোর্ড সবচেয়ে কমবয়েসী নারী হিসেবে প্লেন চালিয়ে বিশ্ব ভ্রমণের রেকর্ড করেছেন সম্প্রতি। ঊনিশ বছর বয়সী জারা ৫২টি দেশের উপর দিয়ে ৫১,০০০ কিলোমিটার পথ এককভাবে উড়ে তার পাঁচ মাসের বিশ্বভ্রমণ সম্পন্ন করেন।২০ জানুয়ারি তিনি বেলজিয়ামের কর্ট্রিজক-ওয়েভেলগেম বিমানবন্দরে ফিরে আসেন। গত বছরের ১৮ আগস্ট বিশ্ব ভ্রমণ শুরু করেছিলেন জারা।

মাইক্রোলাইট প্লেন চালিয়ে এই রেকর্ড গড়েন তিনি । এর আগে ২০১৭ সালে ৩০ বছর বয়সী আফগান বংশোদ্ভুত আমেরিকান নারী শায়েস্তা ওয়াইস সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই রেকর্ড গড়েছিলেন।

বিশ্ব প্রদক্ষিণে উড়াল দেয়ার ক্রাইটেরিয়া পূরণ করার জন্য জারা ইন্দোনেশিয়ার জাম্বি এবং কলম্বিয়ার টুমাকো স্পর্শ করেছেন।

উত্তর ও দক্ষিণ আমেরিকার পর, রাদারফোর্ড আবহাওয়া এবং ভিসা বিলম্বের কারণে আলাস্কায় এক মাস আটকে ছিলেন। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ফিরে যাওয়ার আগে একটি তুষার ঝড় তাকে সুদূর পূর্ব রাশিয়ায় দীর্ঘ সময় থামতে বাধ্য করেছিল।

জারা বলেন,‘মেয়েদের সাধারণত সুন্দরী, দয়ালু, সহৃদয় এবং নমনীয় হতে উৎসাহিত করা হয়। আমি তরুণীদের দেখাতে চাই যে, তারা সাহসী, উচ্চাকাংক্ষী হতে পারেন এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।

১৪ বছর বয়স থেকে বাবার কাছে প্লেন চালনা শিখছেন জারা। তিনি একজন নভোচারী হতে চান।

সুপ্রিয় শ্রোতা, চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে কর্মসংস্থান বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে নিজেদের আত্মনির্ভশীলতা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন কয়েকজন উদ্যোক্তা। শুনুন এমনি একজন নারী উদ্যোক্তার কথা।

সিনচিয়াংয়ের হামরাগুল

সিনচিয়াংয়ের কর্তৃপক্ষের সহায়তায় নতুন যুগের তরুণতরুণীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করছেন। এ ধরনের যুব বয়সীদের বিষয়ে সম্প্রতি এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মডারেটর গুল আবলিম জানান, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নেয়া হয়েছে।

হামরাগুল তুরহান একজন কাজাখ নারী। ২০১৯ সালে হামরাগুল ও তার পরিচিত কয়েকজন নারী মিলে একসঙ্গে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান। তারা সবাই কাজাখ এমব্রয়ডারির ভক্ত ছিলেন। কাজাখ এমব্রয়ডারিতে তারা পারদর্শীও ছিলেন। কাজাখ এম্ব্রয়ডারি চীনের একটি অদম্য সাংস্কৃতিক উত্তরাধিকার।

হামরাগুল প্রথমে একটি ওয়ার্কশপের আয়োজন করেন। সেখানে কাজাখ এমব্রয়ডারিতে তারা আরও বেশি পারদর্শিতা লাভ করেন। এথনিক এই নকশাকে তারা আধুনিক পোশাক এবং অলংকারে ব্যবহার করেন। আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। সারা দেশে তাদের প্রতিষ্ঠানের পণ্য জনপ্রিয়তা পায়। এখন চীনের অনেকে জায়গাতেই হামরাগুলদের বিশেষ পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠনটিকে ক্রমশ বাড়িয়ে তুলছেন তারা। তাদের প্রতিষ্ঠানে নারীদের কাজাখ এমব্রয়ডারি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। উৎপাদিত পণ্য বিপণনও করে থাকেন তারা দক্ষতার সঙ্গে।

তুরহান বলেন তিনি ভবিষ্যতে আরও অনেক গ্রামীণ নারীকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন।

এইভাবে সিনচিয়াংয়ের স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন সুযোগ সুবিধা এবং সুদমুক্ত ঋণদানের মাধ্যমে নিজস্ব কর্মসংস্থান গড়ে তুলতে যুব পুরুষ ও নারীদের সহায়তা করছেন।

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। সবাইকে চীনা বসন্ত উৎসবের শুভ কামনা জানাই ছুন চিয়ে খুয়াইলা। সিন নিয়েন খুয়াইলা। শুভ চীনা নববর্ষ।

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

অলিম্পিকে ফিগার স্কেটার চু ই প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড এবং সিনচিয়াংয়ের হামরাগুল প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদন: হোসনে মোবারক সৌরভ

Share this story on

Messenger Pinterest LinkedIn