বাংলা

আকাশ ছুঁতে চাই ৫৯

cmgPublished: 2022-02-03 16:21:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থাকছে এবারের পর্বে

১. অলিম্পিকে ফিগার স্কেটার চু ই

২. অলিম্পিকের গান: যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য

৩. নারীবাদী লেখককের তকমা ধারণ করিনি- জুনান নাশিত

৪. এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড

৫. সিনচিয়াংয়ের হামরাগুল

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। অনুষ্ঠানের শুরুতে সবাইকে জানাই চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা। সিন ছুন খুয়াইলা।

আগামি কাল চীনে শুরু হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ২০২২। শীতকালীন এই অলিম্পিক আসরের ফলে চীনে শীতকালীন খেলাধুলার প্রতি সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

এ গেমসে অসংখ্য লড়াকু খেলোয়াড় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ফিগার স্কেটার চু ই একজন। এবারের আসরে ১৯ বছরের চীনা এ তরুণী খেলোয়াড়ও অংশ নিয়েছেন। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ খুশি চু। বিস্তারিত প্রতিবেদনে:

অলিম্পিকে ফিগার স্কেটার চু ই

শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২ এ চীনের প্রতিনিধিত্ব করছেন ফিগার স্কেটার চু ই। ১৯ বছর বয়সী এই তরুণী অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েছেন। এতে কিছুটা বাড়তি চাপ অনুভব করলেও ভয়কে জয় করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

এখানে খেলার সুযোগ তাকে আরো ভালো কিছু করার প্রেরণা যোগায়। তিনি বলেন, ‘আমি আমার নার্ভাসনেসকে ব্যবহার করে আরো ভালো পারফর্ম করতে চাই। আমার কোচ, সতীর্থ এবং বন্ধুরাসহ সবাই এখানে আমাকে সমর্থন করছে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

একজন চীনা নাগরিক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অনেক সম্মান ও গৌরবের বিষয় বলে মনে করেন এই তরুণী। দক্ষতা দিয়ে বিশ্বের কাছে চীনকে মেলে ধরার স্বপ্ন দেখেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে চীনা বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া চু খুব অল্প বয়সেই ইউনাইটেড স্টেটস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে শিশু বিভাগ থেকে শিরোপা জয় করেন।

অলিম্পিকের গান: যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপের বিদেশি ভাষা উপস্থাপক এবং এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ১৫টি দেশের ২০ জনেরও বেশি কণ্ঠশিল্পীর অংশগ্রহণে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের শ্লোগানের প্রোমো সংগীত ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’ মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

১৬টি ভাষা সংস্করণের ‘যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের জন্য’ মিউজিক ভিডিও সম্প্রতি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, জাপান, মঙ্গোলিয়া, লাওস, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইরান, তুরস্ক, ইসরাইল ও কেনিয়ার মিডিয়াতে প্রচারিত হয়েছে।

চলুন গানটি শোনা যাক।

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই ভাষার মাসে আমরা কথা বলবো লেখালেখি নিয়ে। নারীর চিন্তা ও মননের জগৎ নিয়ে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক জুনান নাশিত।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn