আকাশ ছুঁতে চাই ৫৯
মাইক্রোলাইট প্লেন চালিয়ে এই রেকর্ড গড়েন তিনি । এর আগে ২০১৭ সালে ৩০ বছর বয়সী আফগান বংশোদ্ভুত আমেরিকান নারী শায়েস্তা ওয়াইস সর্বকনিষ্ঠ নারী হিসেবে এই রেকর্ড গড়েছিলেন।
বিশ্ব প্রদক্ষিণে উড়াল দেয়ার ক্রাইটেরিয়া পূরণ করার জন্য জারা ইন্দোনেশিয়ার জাম্বি এবং কলম্বিয়ার টুমাকো স্পর্শ করেছেন।
উত্তর ও দক্ষিণ আমেরিকার পর, রাদারফোর্ড আবহাওয়া এবং ভিসা বিলম্বের কারণে আলাস্কায় এক মাস আটকে ছিলেন। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ফিরে যাওয়ার আগে একটি তুষার ঝড় তাকে সুদূর পূর্ব রাশিয়ায় দীর্ঘ সময় থামতে বাধ্য করেছিল।
জারা বলেন,‘মেয়েদের সাধারণত সুন্দরী, দয়ালু, সহৃদয় এবং নমনীয় হতে উৎসাহিত করা হয়। আমি তরুণীদের দেখাতে চাই যে, তারা সাহসী, উচ্চাকাংক্ষী হতে পারেন এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।
১৪ বছর বয়স থেকে বাবার কাছে প্লেন চালনা শিখছেন জারা। তিনি একজন নভোচারী হতে চান।
সুপ্রিয় শ্রোতা, চীনের উইগুর স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে কর্মসংস্থান বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার। সম্প্রতি এক প্রেস কনফারেন্সে নিজেদের আত্মনির্ভশীলতা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন কয়েকজন উদ্যোক্তা। শুনুন এমনি একজন নারী উদ্যোক্তার কথা।
সিনচিয়াংয়ের হামরাগুল
সিনচিয়াংয়ের কর্তৃপক্ষের সহায়তায় নতুন যুগের তরুণতরুণীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করছেন। এ ধরনের যুব বয়সীদের বিষয়ে সম্প্রতি এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মডারেটর গুল আবলিম জানান, সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াংয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নেয়া হয়েছে।
হামরাগুল তুরহান একজন কাজাখ নারী। ২০১৯ সালে হামরাগুল ও তার পরিচিত কয়েকজন নারী মিলে একসঙ্গে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান। তারা সবাই কাজাখ এমব্রয়ডারির ভক্ত ছিলেন। কাজাখ এমব্রয়ডারিতে তারা পারদর্শীও ছিলেন। কাজাখ এম্ব্রয়ডারি চীনের একটি অদম্য সাংস্কৃতিক উত্তরাধিকার।
হামরাগুল প্রথমে একটি ওয়ার্কশপের আয়োজন করেন। সেখানে কাজাখ এমব্রয়ডারিতে তারা আরও বেশি পারদর্শিতা লাভ করেন। এথনিক এই নকশাকে তারা আধুনিক পোশাক এবং অলংকারে ব্যবহার করেন। আর পিছু ফিরে তাকাতে হয়নি তাদের। সারা দেশে তাদের প্রতিষ্ঠানের পণ্য জনপ্রিয়তা পায়। এখন চীনের অনেকে জায়গাতেই হামরাগুলদের বিশেষ পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠনটিকে ক্রমশ বাড়িয়ে তুলছেন তারা। তাদের প্রতিষ্ঠানে নারীদের কাজাখ এমব্রয়ডারি প্রশিক্ষণের ব্যবস্থা আছে। উৎপাদিত পণ্য বিপণনও করে থাকেন তারা দক্ষতার সঙ্গে।
তুরহান বলেন তিনি ভবিষ্যতে আরও অনেক গ্রামীণ নারীকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন।
এইভাবে সিনচিয়াংয়ের স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন সুযোগ সুবিধা এবং সুদমুক্ত ঋণদানের মাধ্যমে নিজস্ব কর্মসংস্থান গড়ে তুলতে যুব পুরুষ ও নারীদের সহায়তা করছেন।
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। সবাইকে চীনা বসন্ত উৎসবের শুভ কামনা জানাই ছুন চিয়ে খুয়াইলা। সিন নিয়েন খুয়াইলা। শুভ চীনা নববর্ষ।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অলিম্পিকে ফিগার স্কেটার চু ই প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী
এককভাবে প্লেন চালিয়ে বিশ্ব প্রদক্ষিণ: রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড এবং সিনচিয়াংয়ের হামরাগুল প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদন: হোসনে মোবারক সৌরভ