আকাশ ছুঁতে চাই পর্ব ৫৪
সাফ ফুটবলে বিজয়ী নারীরা
সুপ্রিয় শ্রোতা বছরটি শেষ হচ্ছে বাংলাদেশের নারীদের সাফল্যের খবর দিয়ে। সাফ অনুর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ২২ ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ দল।অধিনায়ক মারিয়া মান্দার দলের জয়সূচক গোলটি আসে আনাই মাগিনির কাছ থেকে। বাংলাদেশের হয়ে পাঁচ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন শাহেদা আক্তার রিপা। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।
এই আনন্দ সংবাদের মাধ্যমেই শেষ হচ্ছে আজকের আকাশ ছুঁতে চাই। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ এবং সাফ ফুটবলে বিজয়ী নারীরা প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী