বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৫৪

CMGPublished: 2021-12-30 21:23:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নারীর জন্য কেমন গেল ২০২১

১. সাক্ষাৎকার: নারীর জন্য বছরটি ছিল চ্যালেঞ্জিং

২. নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক

৩. গান: আমাকে একা থাকতে দাও

৪. সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ

৫. সাফ ফুটবলে বিজয়ী নারীরা

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা?

শেষ হয়ে এলো ২০২১ সাল। আর একদিন পরেই শুরু হবে ২০২২ সালের নতুন প্রভাত । নারীর জন্য কেমন ছিল বিদায়ী বছরটি? এ নিয়ে আজ আমরা কথা বলবো মানবাধিকার কর্মী ও বেসরকারি সেবা সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের প্রোজেক্ট ম্যানেজার শাহনাজ পারভীনের সঙ্গে। অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

শাহনাজ পারভীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলের নারীদের অধিকার রক্ষায় কাজ করছেন। তিনি বলেন বিদায়ী বছরটি নারীর জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। কোভিড মহামারীর কারণে অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় নারীকে। মহামারীর কারণে স্কুল ছিল বন্ধ। অনেক মেয়ে এ সময় বাল্য বিয়ের শিকার হয়েছে। অনেকে কাজ হারিয়েছেন। অনেক প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন। পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। ঘরে আবদ্ধ থাকায় গৃহস্থালি শ্রমের বাড়তি চাপ নিতে হয়েছে নারীকে। অনেকে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন। যৌন হয়রানির শিকারও হয়েছে অনেক শিশু। এ বছর সোশ্যাল মিডিয়ায় অনেক নারী হয়রানির শিকার হয়েছেন। সরকারি ও বেসরকারি অনেক সেবা সংস্থা ভিকটিমদের যথাযথ সেবা পৌছে দিতে পারেনি ও সাহায্য করতে পারেনি লকডাউনের কারণে। তবে নারীর জন্য কিছু সাফল্য ও অর্জনও ছিল এ বছর। ক্রীড়াক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করেছে।

২০২২ সালে শাহনাজ পারভীনের প্রত্যাশা হলো, নারীরা অন্যের উপর নির্ভর না করে নিজের শক্তিতে, নিজের নির্ধারিত লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। নারী-পুরুষের বৈষম্যমুক্ত পৃথিবী তার প্রত্যাশা।

নারী বিজ্ঞানীদের অনুষ্ঠান : শি পাওয়ার ইন টেক

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn