বাংলা

আকাশ ছুঁতে চাই পর্ব ৫৪

CMGPublished: 2021-12-30 21:23:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রযুক্তি ও বিজ্ঞানে নারীর অংশগ্রহণ বাড়াতে শি পাওয়ার ইন টেক শিরোনামে নারী বিষয়ক একটি নতুন প্রোগ্রাম চালু হয়েছে। এটি চীনা সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। এতে নারী বিজ্ঞানীদের পদক্ষেপ, গবেষণা কার্য্রক্রম ও সফলতার সূত্র তুলে ধরা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে

চীনের নারী বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রম এবং কণ্ঠস্বরকে বিশ্বব্যাপী তুলে ধরতে শি পাওয়ার ইন টেক শিরোনামে একটি ধারাবাহিক টিভি সিরিজ সম্প্রচার শুরু করছে দেশটির সেন্ট্রাল টেলিভিশন।

চলতি মাসের ৩ ডিসেম্বর চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধ্যাপক এবং জিনতত্ত্ববিদ ফু ছিয়াওমেইয়ের সাক্ষাতকারের মধ্য দিয়ে প্রিমিয়ার করা হয় অনুষ্ঠানটির।

জীববিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ নিয়ে বড় হয়েছেন ফু। তিনি শানসি প্রদেশের সিয়ানে নর্থওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং তারপরে বেইজিংয়ের চাইনিজ একাডেমি অব সায়েন্সে পড়ার পর জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের জেনেটিক্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনেক কিছু বলার আছে বলে মনে করেন ফু। তিনি আরো মনে করেন, নারী বিজ্ঞানীদের কথা মানুষকে জানানো খুব গুরুত্বপূর্ণ। কারণ তারাই আগামী প্রজন্মের মেয়ে শিশুদের প্রেরণা। শিক্ষার মতো অন্যান্য ক্ষেত্র ছাড়াও বিজ্ঞানে অবদান রাখা নারীদের সংখ্যা এখনো কম। এই অনুষ্ঠানের উপস্থাপক লু চিয়ান বলেন, প্রযুক্তি ক্ষেত্রে নারীদের আরো বেশি এগিয়ে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারী বিজ্ঞানীরা কেন বিজ্ঞানের প্রেমে পড়েছেন তাদের নিজস্ব গল্প নিয়ে অনুপ্রেরণামূলক টিভি সিরিজ শি পাওয়ার ইন টেক।

গান: আমাকে একা থাকতে দাও

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। চীনের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হেবে থিয়ান। তার চীনা নাম থিয়ান ফুচেন। ১৯৮৩ সালে জন্ম নেয়া এই শিল্পী ২০০০ সালের দিকে জনপ্রিয়তা পান। গোল্ডেন মেলেডি অ্যাওয়ার্ড, চায়নিজ, গ্লোবাল চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডসহ দেশী বিদেশী অনেক সম্মাননা জয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই শিল্পী। এখন শুনবো হেবে থিয়ানের কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম ‘আমাকে একা থাকতে দাও’।

সিনচিয়াংয়ের নতুন যুগের নারী আলমা শেইখ

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn