আকাশ ছুঁতে চাই পর্ব ৪৬-China Radio International
চীনের জনপ্রিয় সংগীত শিল্পী ছাং ফাংইউয়ান বেইজিং মিউজিক ফেস্টিভ্যালে সম্প্রতি তার পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। এই প্রতিভাময়ী নারী শিল্পী আশির দশকে খ্যাতির আলোয় উদ্ভাসিত হন। তিনি নিজে একজন গীতিকারও। ৬১ বছর বয়সী ছাং ফাংইউয়ান ইংরেজি ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় সংগীত পরিবেশন করে থাকেন। তিনি ক্ল্যাসিক্যাল এবং পপ মিউজক দুটোইতেই দক্ষ। ১০টিরও বেশি মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে সম্মানজনক চায়না গোল্ড রেকর্ড অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার। প্রিয় শ্রোতা এই জনপ্রিয় নারী শিল্পীর কণ্ঠে এখন শুনবো শৈশব শিরোনামে একটি গান।
গান
রাইজিং উইমেন টেক ট্যালেন্ট ফোরাম
সম্প্রতি চীনে অনুষ্ঠিত হয়ে গেল কম্পিউটার শিল্পে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দিক নির্দেশনা নিয়ে রাইজিং উইমেন টেক ট্যালেন্ট শিরোনামে একটি ফোরাম।