আকাশ ছুঁতে চাই পর্ব ৪৬-China Radio International
পূর্ব চীনের চিয়াংসু প্রদেশেন নানচিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত হলো রাইজিং উইমেন টেক ট্যালেন্ট ফোরাম। কম্পিউটার শিল্পে কাজ করছেন এমন নারীদের ক্যারিয়ার উন্নয়নের উপর আলোকপাত করা হয় ফোরামটিতে।
ফোরামটির আয়োজন করে ইউএন ওম্যান চায়না, চিয়াংসু কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসোসিয়েশন এবং নারী উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন। ৮০ জনের বেশি বিশেষজ্ঞ, পণ্ডিত এবং উদ্যোক্তা নারীরা ফোরামে অংশ নেন। কম্পিউটার শিক্ষায় নারীর ভূমিকা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইন্ডাস্ট্রিতে নারী স্কলারদের পেশা গড়ার সুযোগ এবং নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ফোরামে আলোচনা করা হয়।
পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর চাং মিং কম্পিউটার শিল্পে নারীদের সংখ্যার স্বল্পতার কারণ এবং সমস্যা সমাধানের উপায় তুলে ধরেন।
ইউএন উইমেন চায়নার অফিস প্রধান স্মৃতি আরিয়াল বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য তার সংস্থার বিভিন্ন প্রকল্প রয়েছে।এআই শিল্পে জেন্ডার বৈষম্য কমানো এবং নারী বিরোধী মনোভাব নিরসনে চিয়াংসু চীনের সবজায়গায় এবং সারাবিশ্বে অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
ক্রীড়াবিদ নারী ইয়াং ইয়াং বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
রাইজিং উইমেন টেক ট্যালেন্ট ফোরাম এবং উটের খামার গড়েছেন কাজাখ নারী এরজান বিষয়ক প্রতিবেদন : শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী