আকাশ ছুঁতে চাই ৪৪-China Radio International
কী থাকছে এবারের পর্বে
গ্রামীণ নারীরা কেমন আছেন
১. চীনের গ্রামীণ নারীর সাফল্য
২. সাক্ষাৎকার: বাংলাদেশের গ্রামীণ নারীরা এগিয়ে যাচ্ছেন
৩. নারী শিক্ষায় সহায়তা বাড়ানোর আহ্বান জানালেন ফং লিইউয়ান
৪. গান: শিল্পী ফং লি ইউয়ান
৫. চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম নারী ওয়াং ইয়াফিং
৬. চীনা তরুণদের আইকন প্রকৌশলী নারী সুন ছুন
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।
১৫ অক্টোবর ছিল বিশ্ব গ্রামীণ নারী দিবস। ১৯৯৫ সালে বেইজিংয়ে বিশ্ব নারী সম্মেলনের চতুর্থ আসরে নারীর মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়নে বিভিন্ন পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রণয়ন করা হয়। জাতিসংঘ ১৫ অক্টোবরকে বিশ্ব গ্রামীণ নারী দিবস ঘোষণা করে। এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন।
চীনের গ্রামীণ নারী
১৫ অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস বিভিন্ন দেশের মতো পালন করা হয়েছে চীনেও। চীনে গত এক দশকে গ্রামীণ নারীদের অনেক উন্নয়ন হয়েছে। অনেক গ্রাম থেকে পুরুষরা অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিক হিসেবে দেশটির নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। ফলে গ্রামের কৃষিকাজের অনেক দায়িত্ব এসে পড়ে নারীর উপর। বর্তমানে পরিবেশ বান্ধব ইকো ভিলেজের রূপকার অনেকটাই গ্রামীণ নারী। তারা কৃষিখামারগুলোতে অর্গানিক ফুড উৎপাদন করে পরিবেশ সুরক্ষায় যেমন কাজ করছেন তেমনি নিজেদের অর্থনৈতিক উন্নয়নও ঘটাচ্ছেন।
চীনে গ্রামীণ নারীর উন্নয়নে বেশ কিছু নীতি রয়েছে। এরমধ্যে আছে রুরাল কমিউনিটিতে নারীর অংশগ্রহণমূলক উন্নয়ন প্রকল্প, গ্রামীণ নারীদের বইয়ের দোকান ও শিক্ষা প্রকল্প গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ইত্যাদি। চীনের গ্রামীণ নারীরা নিজেদের ঐতিহ্যবাহী শিল্প সামগ্রী তৈরি এবং তা ই কমার্সের মাধ্যমে বাজারজাত করেও নিজেদের অবস্থার উন্নয়ন ঘটিয়েছেন। চীনের সাম্প্রতিক গ্রামীণ পর্যটনের উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা রাখছে গ্রামীণ নারীরা। চীনের ঐতিহাসিক দারিদ্র্য দূরীকরণের সাফল্যে গ্রামীণ নারীর রয়েছে বিপুল অবদান
বাংলাদেশের গ্রামীণ নারী
সাক্ষাৎকার: