বাংলা

আকাশ ছুঁতে চাই ৪০-China Radio International

criPublished: 2021-09-23 18:57:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জনপ্রিয় চীনা এবং ইংলিশ গানের পাশাপাশি নিজের লেখা এবং সুর করা বেশ কিছু মৌলিক গানও গেয়েছেন ভিকি। চীনের শীর্ষস্থানীয় ভিডিও-শেয়ারিং এবং লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিলিবিলিতে প্রায় শ’ খানেক ভিডিও আপলোড করে প্রায় ১.৭ মিলিয়ন অনুসারী কুড়িয়েছেন এই ছোট্ট মেয়েটি। খুব অল্প সময়ের মধ্যে সুন্দর কণ্ঠ এবং অভিব্যক্তি দিয়ে মানুষের মন জয় করে নিচ্ছেন ভিকি। এরই মধ্যে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মেও জায়গা করে নিয়েছেন ভিকি সুয়ানসুয়ান।

সিনচিয়াংয়ের পরিচ্ছন্নতা কর্মীর সুখী জীবন

চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে জীবন মান দিন দিন আরও উন্নত হচ্ছে। বিশেষ করে নারীরা এগিয়ে আসছেন কর্মক্ষেত্রে এবং গড়ে নিচ্ছেন জীবন। শুনুন একজন পরিচ্ছন্নতা কর্মী নারী কিভাবে সুখী জীবন গড়েছেন সে বিষয়ে প্রতিবেদন।

সিনচিয়াংয়ের প্রধান শহর উরুমছির একজন নারী মালিয়া নুয়েরদিং। তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী। নগরীর বিভিন্ন ভবন পরিষ্কার রাখার কাজ করেন তিনি। ২০১৮ সালে তিনি একটি সরকারি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন যেখানে তাকে ভাড়া বাবদ দিতে হয় মাত্র ১৬৪ ইউয়ান যা বাংলাদেশী মুদ্রায় দুহাজার টাকার কাছাকাছি।এই বাড়িতে রয়েছে গ্যাসের ওভেন, সার্বক্ষণিক গরম পানির ব্যবস্থা, রেফ্রিজারেটর এবং অন্যান্য গৃহস্থালি অ্যাপলায়েন্সসহ ঝকঝকে সব আসবাবপত্র।

মালিয়া বলেন, ‘আমি যখন নতুন বাড়ি পাই সেটি ছিল আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত।’

মালিয়া নুয়েরদিং তার বাড়িতে প্রায়ই বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানান। বিশেষ করে যেদিন পোলাও মাংস রান্না করেন। তার আগের বাসস্থানে গ্যাসের ওভেন ছিল না। কয়লার চুলায় রান্না ছিল বেশ খাটুনির। এখন তিনি নিজের বাসস্থান ও গৃহস্থালি নিয়ে দারুণ সুখী।

মা ইয়ান থেকে মা চিং: বদলে গেছে চীনের গ্রামীণ নারীর জীবন

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn