আকাশ ছুঁতে চাই ৪০-China Radio International
সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই। গত বিশ বছরে চীনে গ্রামীণ কিশোরীদের জীবন কিভাবে বদলে গেছে শুনুন সে বিষয়ে একটি প্রতিবেদন।
দ্য ডাইরি অব মা ইয়ান চীনের একটি বিখ্যাত বই। সেখানে নিনসিয়া হুই স্বায়ত্বশাসিত অঞ্চলের এক কিশোরী মেয়ে মা ইয়ান লিখেছিলেন তার জীবন সংগ্রামের কথা। কিভাবে প্রতিদিন পাহাড় পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় মা ইয়ানকে।
এই ডাইরি প্রকাশ হওয়ার পর ২০ বছর পার হয়েছে। পরিবতিত হয়েছে জীবন। এখনকার চীনা টিনএজ মেয়েদের সামনে খুলে গেছে নতুন জগত। সেকথা জানিয়েছেন আরেক স্কুল ছাত্রী মা চিং । এখন আর স্কুলের কোন শিক্ষার্থী অভুক্ত বা ক্ষুধার্ত থাকে না। তাদের স্কুল প্রাঙ্গণ আর ধুলা ময়লায় ভরা থাকে না। স্কুল ভবনগুলো এখন আধুনিক।
মা চিংও গ্রামের মেয়ে। কিন্তু তাদের পরিবারের গাড়ি আছে। গ্রামের পথ ঘাটও এখন উন্নত। স্কুল থেকে ১০ মিনিটে বাড়ি পৌছাতে পারে সে। মা ইয়ান লিখেছিল কিভাবে সকালের নাশতা না খেয়েই তাকে কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করতে হতো।
মা ইয়ানকে স্কুল থেকে বাড়ি ফিরে কৃষি ক্ষেত্রে শ্রম দিতে হতো। কিন্তু মা চিংদের গ্রামে এখন ফসলের ক্ষেতে কাজ করে যন্ত্র। স্কুলের হোম ওয়ার্ক শেষ করেই ডিনার খেতে বসে যায় মা চিং। তার বাসস্থান আরামদায়ক। সেখানে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। মা ইয়ান থেকে মা চিং। এভাবে পালটে গেছে চীনের জীবন।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
ভিকি সুয়ানসুয়ান বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
সিনচিয়াংয়ের পরিচ্ছন্নতা কর্মী এবং মা ইয়ান থেকে মা চিং বিষয়ক প্রতিবেদন: শান্তা মারিয়া
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ