আকাশ ছুঁতে চাই ৪০-China Radio International
কাজের ক্ষেত্রে কখনও আপোষ চলে না
১. সাক্ষাৎকার: বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রথম নারী এমডি শিরীন আখতার
২.ঝড় তুলেছেন কিশোরী সঙ্গীতশিল্পী ভিকি সুয়ানসুয়ান
৩. সিনচিয়াংয়ের পরিচ্ছন্নতা কর্মীর সুখী জীবন
৪. মা ইয়ান থেকে মা চিং: বদলে গেছে চীনের গ্রামীণ নারীর জীবন
চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রথম নারী এমডি’র সাক্ষাৎকার
বাংলাদেশের ব্যাংকিং পেশায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন নারীরা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক কৃষি ব্যাংকে প্রথমবারের মতো একজন নারী এমডি(ম্যানেজিং ডিরেক্টর) পদে নিয়োগ পেলেন সম্প্রতি। ব্যাংকার শিরীন আখতারের এই সাফল্যে আনন্দিত বাংলাদেশের পেশাজীবী নারীরা। আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কৃষি ব্যাংকের বর্তমান এমডি শিরীন আখতার। ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
সাক্ষাৎকার
কাজের বেলায় কখনও আপোষ করা চলে না , বললেন শিরীন আখতার। অনেকটা পথ হেঁটে আজকের এই সাফল্যের স্বাদ পেতে হয়েছে তাকে। বললেন, ‘চাকরি কখনও আমার কাছে নিছক চাকরি ছিল না। আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম শুরু থেকেই। ক্রমাগত চেষ্টা করেছি নিজেকে আরও যোগ্য করে তোলার। আমার জীবনের প্রধান গুরুত্ব ছিল আমার পেশা। কখনও চাকরি জীবনে নারী হিসেবে বাড়তি সুবিধা নেয়ার কথা ভাবিনি। কোনদিন সাংসারিক অসুবিধার দোহাই দিয়ে অফিসের কাজে ফাঁকি দেইনি। কখনও বলিনি আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে।’
ব্যাংকে চাকরির জন্য ১৯৮৭ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির অধীনে পরীক্ষা দিয়ে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন ১৯৮৮ সালের মার্চ মাসে। প্রথম পোস্টিং হয় বঙ্গবন্ধু এভিনিউ শাখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স ডিগ্রিধারী শিরীন আখতার।
আজিমপুর গার্লস স্কুল(এসএসসি ১৯৭৭) ও বদরুন্নেসো মহিলা মহাবিদ্যালয়ের(এইচ এসসি ১৯৭৯) মেধাবী ছাত্রী শিরীন আখতারের বাবা খলিলুর রহমান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর। বাবার ব্যাংকের চাকরিই তাকে অনুপ্রাণিত করেছে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে।
তার মা আয়েশা রহমান ছিলেন পাকিস্তান আমলে মোহাম্মদপুর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আয়শা খাতুন ১৯৭২ সালে তাজমহল রোডে প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু ফ্রি প্রাইমারি স্কুল।
আয়শা খাতুন মোহাম্মদপুর এলাকার জনপ্রিয় কর্মী ও নেত্রী হিসেবে অনেক সালিশ বিচার করতেন, সমাজসেবামূলক প্রতিটি উদ্যোগে রাখতেন অগ্রণী ভূমিকা। মায়ের সাহসটা চিরদিনই নিজের ভিতরে লালন করেছেন শিরীন আখতার। চাকরিতে যোগদানের সময় তার ১০৫জন ব্যাচমেট ছিলেন। তাদের মধ্যে প্রথম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাশ করেন তিনি। ১৯৯৪ সালে তিনি প্রিন্সিপাল অফিসার হন।১৯৯৮ সালে এসপিও, ২০০৫ সালে এজিএম, ২০১০ সালে ডিজিএম এবং ২০১৬ সালের ডিসেম্বর মাসে হন জিএম। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিনি কৃষি ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দেন। আর ২০২০ সালের সেপ্টেম্বরে এম ডি হয়ে ইতিহাস গড়েন।
তার মতে নারীকে এগিয়ে যেতে হলে, ‘পেশার প্রতি নিবেদিত হতে হবে। নারীরা সাধারণত সৎ হন। কিন্তু তারা সংসারকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে পেশাগত জীবনে বেশিদূর এগোতে পারেন না। তারা নিজের দক্ষতার উন্নয়নে তেমন সময় ও শক্তি ব্যয় করেন না অনেক ক্ষেত্রে। অনেকেই দায়সারাভাবে চাকরি করে যান। অফিস ছুটির পর কত তাড়াতাড়ি ঘরে ফিরবেন সেই চিন্তায় থাকেন। ঘরের সমস্যা অফিসে বলেন, এবং ঘরের সমস্যায় অফিসকে ইনভলবড করেন। এটা ঠিক নয়। একজনের ঘরে সমস্যা থাকতেই পারে। অফিস কিন্তু সেজন্য সাফার করবে না। পুরুষের চেয়ে নারীকে অনেক বেশিবার নিজেকে প্রমাণ করতে হয়। ধরেই নেয়া হয় নারী তার শতভাগ অফিসে দিতে পারবেন না। সেই ধরে নেয়াকে ভুল প্রমাণ করতে তাকে একশ দশভাগ শ্রম দিতে হয়।’
শিরীন আখতার সবসময় ব্যাংকিং পেশার কাজে শতভাগ সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। পেশাগত কাজের বেলায় কখনও আপোষ করেননি। পরিবারের সদস্যদের সহযোগিতাও পেয়েছেন সবসময়।
কৃষিব্যাংকে নারীদের জন্য রয়েছে বেশ কিছু সহজ শর্তের ঋণ প্রকল্প। নারী উদ্যোক্তাদের সহায়ক বেশ কিছু প্রকল্প রয়েছে যা তাদের এগিয়ে যেতে সাহায্য করছে।
নারীরা বাংলাদেশের সকল পেশায় এগিয়ে যাবে সেটি শিরীন আখতারের একান্ত প্রত্যাশা।
কাজের ক্ষেত্রে কখনও আপোষ চলে না- ব্যাংকার শিরীন আখতার
ঝড় তুলেছেন কিশোরী সঙ্গীতশিল্পী ভিকি সুয়ান সুয়ান
নেট দুনিয়ায় সাড়া জাগানো কিশোরী সঙ্গীত শিল্পী ভিকি সুয়ানসুয়ান। চীনা সোশ্যাল মিডিয়া বিলিবিলিতে যার রয়েছে অসংখ্য অনুসারী।
মাত্র ১৫ বছর বয়সী স্কুল ছাত্রী চাং ইউসুয়ান। চীনা সোশ্যাল মিডিয়ায় ভিকি সুয়ানসুয়ান নামেই বেশি খ্যাতি। শুধু তাই নয় সুন্দর গানের জন্য স্পটলাইটে থাকা এ কিশোরী চীনা নেটিজেনদের কাছে তরুন টেইলর সুইফট নামে বেশ পরিচিত।