বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৫

CMGPublished: 2024-10-18 17:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এটি চীনের প্রাচীন একটি মেলা যা ১৯৫৭ সাল থেকে শুরু হয়।

‘সার্ভিং হাই-কোয়ালিটি ডেভলপমেন্ট, প্রোমোটিং হাই লেবেল ওপেনিং আপ’ প্রতিপাদ্যে চলছে এবারের মেলা। যেখানে ২৫০জন খুচরা বিক্রেতা এবং ২৪১টি বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছে।

আয়োজকরা বলছেন, মেলায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ লাখ ৪৭ হাজার বিদেশি ক্রেতা এসেছেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোও এই মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার এইপর্বে ৩০ হাজারেরও বেশি প্রদর্শক ১ দশমিক ১৫ মিলিয়ন নতুন পণ্য প্রদর্শন করেছে। সেখানে অনেক নতুন কোম্পানি, পণ্য এবং প্রযুক্তির দেখা মিলছে।

প্রতিবেদন: আফরিন মিম

§ চীন বাংলাদেশ প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিক ভাবে চালু

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসি থেকে বাংলাদেশে প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গেল মঙ্গলবার ৫৫টন পোশাক এবং সাধারণ পণ্যদ্রব্য নিয়ে একটি অল-কার্গো বিমান নানছাং শহর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

এই রুটটি প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে। প্রধানত সাধারণ পণ্যসামগ্রী, ক্রস বর্ডার/ প্রণালীর দুই পাশের ই-কমার্স পণ্য এবং ভোজ্য তেল জাতীয় পণ্য পরিবহন করে, যা কার্যকরভাবে চিয়াংসি থেকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এয়ার কার্গোর চাহিদা মেটাতে পারে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn